তাকিয়ে আছ শুধু
কেতকীগুচ্ছের ন্যায় অপলক নয়নে।
মুখখানি মলিন ভাষা নির্বাক,
অন্তরে কষ্ট বিদগ্ধ মননে।

সময় এলো তোমার ভাবনার পালা
শুধু ভাব আর ভাব হৃদয় দংশনে।
একদিন আমিও শুধু ভাবিতাম
আর ভাবিতাম একাকী নিঃসঙ্গ জীবনে।

ভাবনার অনলে পুড়িয়া অন্তর হইল অঙ্গার,
দেহ কঙ্কালসার শূন্য।
ভাবনায় আচ্ছন্ন থাকিতাম,
তোমার সন্ধিক্ষণে  জীবন হইবে ধন্য।

নিরর্থক আশায় দুর্বিষহ কষ্ট যন্ত্রণা বহিয়া
হৃদয় হইয়াছে জীবন্ত শ্মশান।
অগণিত দিব্যঃপ্রহর নিদ্রাহীন রহিয়াছি
নাই কোন হিসাব খতিয়ান।

জীবন ছিলো তোমার উদ্যম গতিময়
দুরন্ত দুর্বার অগ্নিঝরা ছন্দপতন।
ভাবনার ছিলো না অবকাশ উল্লাস
উদ্দীপণার গাঁথুনিতে করিতে কালক্ষেপণ।  

তুমি ছিলে চঞ্চল চপলা রূপবতী,
বাঁধন হারা অভিলাষী ছিলো মন।
ধনাঢ়্য সুশ্রী ছেলেদের প্রতি মায়াভরা
মন ছিলো তোমার চরম আকর্ষণ।

হৃদয় উজাড় করিয়া মনে-প্রাণে
ভালোবাসিতে শক্ত রাখিতে বন্ধন।
ভালোবাসার ছলছাতুরি করনি কভূ
তবু অন্তরে  হইলো তোমার রক্তক্ষরণ।

মানুষ অকৃতজ্ঞ জাতি বাহিরের চাকচিক্যেতায়
কভূ বুঝা যায় না মন।
অন্তরে দূরদর্শীতা মাধ্যমে স্বভাব নিরীক্ষণে
করনি তুমি মূল্যায়ন।

জঘন্য মনের অধিকারী সে করিয়াছে
ছলচাতুরি হৃদয় করিয়া হরণ।
কষ্ট যাতনা সহিয়া ভঙ্গ হৃদয়ের ভার
বহিতে হইবে তোমার আমরণ।

ভঙ্গ হৃদয়ে সঞ্চিত দুর্বিষহ কষ্টের স্মৃতি
শুধু বহিয়া আনিবে রক্তক্ষরণ।
কষ্ট জয় করিবার প্রতিরোধ শক্তি
অর্জনের পন্থা করিতে হইবে অনুসরণ।

দুঃখ কষ্ট পাথর চাপা দিয়া হৃদয়ের
চারিপার্শ্বে তৈরী করিও শক্ত আবরণ।
উৎসাহ উদ্দীপণায় নতুন করিয়া বাঁচিবার
জীবন প্রতিজ্ঞা করিও তুমি গ্রহণ।

বিশ্বাস ঘাতক কে হৃদয় হইতে মুছিয়া
ফেলিয়া দাও না করিও স্মৃতিচারণ।
নতুন আঙ্গিকে নতুন সাজে হদয় বাগানে
নতুন পুষ্পবৃক্ষ করিও রোপণ।

১৬ই ডিসেম্বর ২০২০