পর্বতচূড়া হিমালয় মাথা উঁচু করে দাড়িয়ে
আছে যেন আকাশ ছোঁয়া।
রাশি রাশি মেঘ পাচ্ছে বাঁধা বরফ জমে সূর্য
রশ্মি হচ্ছে  বিকিরণ অপূর্ব আলোর খেলা।

ঝড় বাদল দমকা হাওয়া কোন কিছুই পাচ্ছে
না কভূ যেন একটু ছাড়।
পর্বতচূড়া বাঁধা দিয়ে আঘাত পেয়ে প্রতিঘাতে
করছে গতিরোধ সবার।

ভূমিকম্প করছে উলট পালট ভূমি যেন ছিটকে
পরে আকাশে ছুড়া।
সমভূমি নদনদী সমূদ্রের তলদেশ ছিটকে পরেই
হচ্ছে সৃষ্টি পাহাড় পর্বতচূড়া।

বরফ গলা স্রুত হচ্ছে প্রবাহিত করছে সৃষ্টি খাল
বিল নদ নদী নালা।
জন্ম হচ্ছে তার পর্বতচূড়া, মরণকামড় দিচ্ছে সাগর
হচ্ছে তার মৃতুখেলা অনেক সুন্দর অপূর্ব লীলা।

রহস্যাবৃতে ঘেরা যেন প্রকৃতির পুঞ্জিভূত আর্শিবাদ
পর্বতচূড়া হিমালয়।
দুহাত ভরে বিলিয়ে দিচ্ছে অপরূপ সৌন্দর্য তার
করতে মানুষের অন্তর জয়।

প্রতিনিয়ত অজস্র মানুষ করছে অবগাহন মনের
প্রশান্তিতে তার অপরূপ সৌন্দর্য ও চারিপাশ।
মনোমুগ্ধকর প্রকৃতির নির্যাসে কারুখচিত তার
দেহখানি অন্তর পুলকিত করে যেন শান্তির নিঃশ্বাস।

জন্ম হয়েছে নদী তোমার পর্বতচূড়ার নিঃসরিত
স্রুত প্রবাহের অববাহিকায়।
সাগরে হয়েছে তোমার সমাধি তবুও যেন মনের
আনন্দে সাগরকে সবাই অভিনন্দন জানায়।

ফেব্রুয়ারি ১৩, ২০২১