সবার সেরা সবার উপরে অতুলনীয়
কারিগরের নকশা।
শূণ্যের খুঁটি আকাশের ছাউনি মাটির
পালঙ্কে তাহাদের বাসা।

মেঘবৃষ্টি উপেক্ষা করিয়া রীতিমত হয়
তাহাদের অঘোরে ঘুম।
শীত বসন্তের তোয়াক্কা নাই, সবঋতুই
যেন একই রকম মৌসুম।

প্রতিকূল পরিবেশে তাহারা খুবই মানান
সই, প্রতিকূলতাই যেন তাহাদের জীবন।
ন্যায় অন্যায়ের নেই কোন পরোয়া,
টাকার কাছে তাহারা ঋণী আমরণ।

অসভ্যচক্র তাহাদের ব্যবহার করিতেছে
যেন নিজস্ব হাতিয়ার।
একটু খাবার ছিটাইয়া দিয়া অনেক বড়
স্বার্থ করিতেছে উদ্ধার।

এই দাদাঠাকুরদের ইশারায়, মানুষ খুন
করিতে নেই কোন তাহাদের দ্বিধা দ্বন্দ্ব।
পরিবেশ তাহাদের হায়েনায় পরিণত
করিয়াছে, যেন ছড়াইতেছে নোংরা দুর্গন্ধ।

জন্মগ্রহণ করিয়াছে নিষ্পাপ নবজাতক,
বায়না ছিল তাহার নিষ্পাপ পৃথিবীর।
অবহেলা অত্যাচার অযত্নে হইয়াছে অমানুষ,
নিষ্পেষণের শূণ্যতায় তাহাদের জীবন স্থবির।

ছোট্টছোট্ট বাচ্চাগুলি পরিত্যক্ত নোংরা
আবর্জনা স্থানে অঘোরে আছে ঘুমাইয়া।
চাঁদের মতো চেহারা জ্বলজ্বল করিয়া
জ্বলিতেছে দেখিলে অন্তর যায় জুড়াইয়া।

ছোট্ট এই কঁচিসোনা মা’'মণিরা বড় হইয়া
ডাকিবে ইশারা, তুলিবে নোংরামীর ঝড়।
বাঁচিবার তাগিদে ভালোমন্দের ভেদাভেদ
ভুলিয়া উপার্জনে হইবে আত্মনির্ভর।

শিশু বাচ্চাগুলি অতিঅল্প বয়সে নিশার
জগতে হইবে আসক্ত।
অন্যায় অবিচারের মধ্যেই জীবন হইবে
অতিবাহিত, নিকৃষ্টতা শুধু করিবে রপ্ত।

অসামাজিক কার্যকলাপ দেখিয়া ঘৃণা
লজ্জায় হয়তো দু’চোখ করিবে বন্ধ।
কর্তব্যে অবহেলায় পরিত্যক্ত শুদ্ধীকরণ,
শরীরে সংক্রমিত করিবে দুর্গন্ধ।

পালাইয়া বাঁচিবার কোন উপায়ান্তর নাই,
পাপরাশি তাড়া করিবে পিছু পিছু।
সংঘটিত পাপের সমপরিমাণ পাপ লইতে
হইবে প্রত্যেকের মাথায় কিছু কিছু।

সঠিক সময়ে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন
করিতে হইবে ঝঞ্জাল।
আপেক্ষিক মৃত্যুর পূর্বে অপমৃত্যুর পুনরাবৃত্তি
কখনো ঘটেনা কভূ যেন আর।                                        

অক্টোবর ০৬, ২০২১ খ্রিঃ