আমার রূপসীবাংলা গণপ্রজাতন্ত্রী স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, উজ্জ্বল একটি লুব্ধক নক্ষত্র।
জনগণের আশা-আকাঙ্ক্ষা, ইচ্ছাশক্তিধারা প্রভাবিত সরকার, জনগণই ক্ষমতার কেন্দ্রবিন্দু মূলমন্ত্র।

সুনির্দিষ্ট আকার-আয়তন, জনসমষ্টি, সরকার ব্যবস্থা ও সার্বভোত্বে অপারশক্তি তুমি মহিমান্বিত।
মৌলিক গুণের ঘনীভূত সমাহার করেছে তোমায় ভীষণ
স্পর্শকাতর ও সুমহান, লভিয়াছে অমরত্ব।

গণতান্ত্রিক অবকাঠামো পরিপূর্ণতায় অপরিসীম তুমি,
গণতন্ত্র চালিকাশক্তি সক্রিয়তা অপরিহার্য।
আন্তর্জাতিক মহল ব্যাপ্তি স্বীকৃতি জয়জয়কার, জাতিসংঘ গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র মোড়ক, মাইলফলক উন্মোচিত।

প্রজাতন্ত্র অবকাঠামো কোথাও না আছে কমতি,
যেন মহিমান্বিত ষোলকলা পরিপূর্ণ।
বংশ পরিক্রমায় ক্ষমতার পালাবদল রাজতন্ত্র কোথাও না আছে উপস্থিতি, প্রজাতন্ত্র উপাদান সংহতিপূর্ণ ও অনন্য।

প্রজাতন্ত্র সর্বোচ্চ আসন নিষ্কন্টক প্রত্যক্ষ-পরোক্ষভাবে
দল কতৃক নির্বাচিত।
বংশক্রম ক্ষমতার রদবদল রাজতন্ত্র
অনৈতিক, অস্বীকার করে রাষ্ট্র অনাকাঙ্খিত।

গণতন্ত্র ও প্রজাতন্ত্র মূলত ভিন্নভিন্ন মৌলিক অবকাঠামো, রয়েছে বিস্তর ফারাক-প্রার্থক্য।
মতাদর্শ যৌগিক সংমিশ্রণে গণপ্রজাতন্ত্র এতোটাই মানবিকতায় প্রভাবিত নেই কোন সংশয়  মতানৈক্য।

গণতন্ত্র আর প্রজাতন্ত্র মতাদর্শে মৌলিক অবকাঠামো সংমিশ্রণে রূপসীবাংলা অপরূপ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সাংবিধানিক নামকরন যথার্থ স্বার্থক, মাইলফলক স্বরূপ।

মে২০, ২০২৪