অন্তরে আমার
জীবন্ত আগ্নেয়গিরি।
অগ্নুৎপাতের গলিত
লাভা নিঃসরণে সমগ্র শরীর ক্ষতবিক্ষত ভস্ম করী।
যে দিকে তাকাই
বিপদের অশনিসংকেত।
লোভ লালসা গুলো
মত্ত উলঙ্গ নৃত্যোৎসবে যেন নরকের অভিপ্রেত।
সভ্যতার জলাঞ্জলি,
অসভ্যতার দখলদারিত্ব।
মৃত্যুগামী নীতিবোধ
অসভ্যচক্র দিয়েছে মাথাচাড়া মানবতা অবাঞ্ছিত।
শান্তির নির্যাস
জুটে না ভাগ্যে।
সবই কৃতকর্ম
হণ্য হয়ে ছোটে অবাঞ্ছিত মোহে বিতাড়িত স্বৈর্গে।
দুচোখ বোঁজে
থাকতে হয় অন্ধ।
প্রতিবাদ স্তব্ধ
অন্তরে বিদ্ধ কষ্ট দিতে হয় ধামাচাপা মুখ হল বন্ধ।
অন্তরে কষ্টজ্বালা
বাড়ায় অন্তদহন।
নিরুপায় আমি,
অবনত মস্তকে পান করছি বিষের পেয়ালা আমরণ
তিলেতিলে পুঞ্জিভূত
নোংড়ামীর উঠছে ঝড়।
ভাল মানুষ দিচ্ছে
আত্মহুতি স্বার্থপর অত্যচারীরা হচ্ছে স্বনির্ভর।
এপ্রিল ২০, ২০২১