বয়সটা ছিলো কাঁচা উত্তাল
নব দিগন্তের সূচনালগ্ন।
একটি ফুল মিষ্টি হাসিতে
উপহার দিলো সন্ধায় গুধুলীলগ্ন।

পরন্ত বিকেল রক্তিম আভায় বিচ্ছুরিত
বর্ণালী আলোক রশ্মির মনোরম পরিবেশ।
হৃদয় আবেগ আপ্লুত শ্বাসরুদ্ধকর মুহুর্ত
যেনো কল্পনার রাজ্য বিশেষ।

মনের অজান্তেই মন হয়ে গেলো
ভালোবাসার পূজারী।  
একটি ফুলের দাম কভূ মূল্যদিয়ে
ক্রয় করা যাবে না জগৎভরী।

হৃদয় ছিলো প্রফুল্লিত দু'চোখে রঙ্গিন
স্বপ্নের বাহার ছলচাতুরী বিবর্জিত।
আবেগ হৃদয়ের টান জীবনের গতিময়
উত্তাল স্রোতধারা কতৃক আবর্তিত।

ভাবনার পরিধি ছিলো ব্যাপক
হবো-সঙ্গিনীকে ঘিরে অপরিসীম উচ্ছ্বস।
পৃথিবীর পরিধি ছিলো অনেক ছোট্ট
অন্য ভাবনার ছিলো না কোন অবকাশ।

জীবনের সমস্ত চাওয়া-পাওয়া যেনো
এখানেই সীমাবদ্ধতা নাই কোন আর বাকী।
ওর হাতে-হাত রেখে ঘুরতে হবে
চড়ে সোনার পালকী।

মস্তিষ্ক ছিলো যেনো স্তব্ধ এরচেয়ে বেশী
ভাবনার সক্ষমতা ছিলো না আর।
শুধু মন উজাড় করে প্রাণ ভরে
ভালোবাসতাম তার।

ভালোবাসার পাখায় ভর করে
বিশ্ব পরিভ্রমণ করা অতি সহজ ব্যাপার।
ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখা
খুবই কঠিন দুর্বিষহ অন্ধকার।

ভালোবাসার উদয়ন হয় সত্যিই
অবাক করা মহা আনন্দোল্লাসে।
শেষ পরিণতি হয় নিগৃহীত আপত্তিকর
করুণ পরিহাসের নির্যাসে।
(প্রথম লেখা প্রেমের কবিতা)
১৩ই আগষ্ট ২০২০