দেখি তোমায় ক্ষমতার মধ্যমণি আসনে,
মুখে সদা সত্য ভাষণে।
ভিতরেভিতরে অন্তরাত্মায় অমাবস্যাতিথি,
লোভের পিপাসায় তৃষ্ণার্থাত্মা অগ্নিগর্ভ শ্মশানে।  

অন্যায়ের হাত অনেক লম্বা,
বিবেক অস্তমিত, সত্যোর হলো রক্তক্ষরণ।
স্বার্থের মোহজালে তৈরী সৃজন,
অন্যের ঘর অন্ধকার অভিশপ্ত এ জীবন।

নিরবচ্ছিন্ন প্রতিশ্রুতি সব নতুননতুন
রঙিন ফাঁদ।
নেই কোন ক্লান্তি-আসাড়তা শুধু উর্ধ্বগতি,
মিষ্টিমিষ্টি নতুন রঙে মধুর অমৃত স্বাদ।

কলঙ্কিত বিশ্রী প্রতিচ্ছবি দেখো অন্তর
আয়না দৃশ্যায়িত উলঙ্গ তোমার মুখ।
লজ্জা ঘৃণা ভূত-পেত্নীও হবে হতবিহ্বল
পোহাবে কষ্ট দুর্ভোগ।

লোভের মায়াজালে বুনছো স্বপ্ন,
মানবতার গল্প কিছু নেই বাকি, সবই দুঃস্বপ্ন।
পৃথিবী এ অভিশাপ কভু নাহি দিবে ছাড়,
অন্যায়ের ফল চাপবে বুকে করবে ছিন্নভিন্ন।

সময় অতিক্ষীর্ণ, বিসর্জন দাও দুর্নীতি-লোভ,
ফিরে চলো ন্যায়ের রক্তিম পথে।
সত্যের মানদণ্ডে নিজেকে সাজাও,
দুর্নীতি করো পদাঘাত, চিরতরে মুছে।

নভেম্বর ২০, ২০২৪