সোশ্যাল মিডিয়া ষ্ট্যাটাস, কোনটি-
সত্য কোনটি মিথ্যে বুঝা বড় মুসকিল।
কে আসল, কে নকল বাস্তবতার সাথে
রয়েছে পুরোপুরি গড়মিল।

যে লিখতে জানে সেও লিখে, যে লিখতে
না জানে সেও লিখে, ভয়েস ভার্সন মাধ্যম।
ভাল মন্দের ধারধারে না, দেশ পরিচিতি,
লাইক-কমেন্ট নেওয়ায় উন্মাদনা পুরোদম।

কেউবা আবার শর্ট ভিডিও করে দেখায়
অশ্লীলতা নোংরামি।
আলতু-ফালতু আবর্জনা পুঁজি করে
প্রকাশ করে অন্তরের লুকায়িত ভণ্ডামি।

নিছক কিছু না জেনে-বুঝেও হতে চায়
মত্ত বড় একটা বিজ্ঞ পণ্ডিত।
কাজকর্ম লাঠে তুলে সময় কাটায়
ফেসবুকে, সে নাকি জনগণের পথিকৃৎ!

কুচক্রীরা মিথ্যে তথ্য-গুজব রটিয়ে
সৃষ্টি করে রাজনৈতিক অসহিষ্ণু অস্থিরতা।
রক্ত পিপাসু নোংরা মানুষগুলো ভাল
মানুষের ছুরৎ লাগিয়ে দেখায় গাম্ভীর্য-মাধুর্যতা।

সবকিছু কেনজানি খুবই এলোমেলো,
রুচিবোধের হলো চরম অবক্ষয়।
ভাল’র চেয়ে মন্দের কদর অনেক বেশী,
নৈতিকতা একেবারে জলাঞ্জলি দুঃসময়।  

মেঘের আড়ালে সূর্য তেজ পড়েছে ঢাকা,
রৌদ্র রশ্মি কি আর প্রতিফলিত হয়!
অসত্যের ভীড়ে ভাল
মানুষগুলো খুজে পাওয়া খুবই দুঃস্বপ্ন-দুরূহ।

নভেম্বর৩০, ২০২৪