দুর্ভেদ্য দুর্গম অজানা গিরিপথে যুগযুগ ধরিয়া
হাটিতেছি আমি শুধু তোমারি অনুসন্ধানে।
হিমপ্রবাহ অতিক্রম করিয়া জলরাশির স্রোতধারা
পাড়ি দিয়া আমি নিরাশ শূন্য মননে।
বিদগ্ধ অন্তর মোর আবহমান আগ্নেয়গিরির
অগ্নুৎপাতের গলিত লাভা।
অন্তরে বদ্ধমূল অভয়খানি তোমার যেনো
প্রজ্বলিত সূর্য রশ্মির আভা।
কখনো ক্লান্ত নই আমি পথ চলিতে অজানা
দুর্ভেদ্য বিদিশার অন্ধকারে।
দুর্গম পর্বতচূড়া হইতে দুর্জেয় উত্তাল সমুদ্রের
তলদেশ তোমায় আবিষ্কারে।
ঝড়বাদল তুষারপাত অপেক্ষা করিয়া
খুজিতেছি আমি এক পলক শুধু দেখিবার জন্য।
গভীর অরণ্যে দাবানলে ক্ষতবিক্ষত বিদগ্ধ
আমি শুধু তোমারি জন্য।
বরফগলা স্রোত নব্য নদীর অমিত ধারা
যেনো প্রস্ফুটিত মনের বিকাশ মালা।
কলঙ্ক অস্পৃশ্যতা অন্তরে রেখাপাত
শূন্য তোমার উৎকর্ষতার যেনো খেলা।
মেঘে ঢাকায় ঘন কুয়াশা আচ্ছন্ন বিপর্যয়কর
পরিবেশ তবুও তোমার প্রতিচ্ছবি।
ধ্রুবতারার মতো প্রজ্বলিত বালুকণা চিকচিক
অবয়ব নিরবধি।
দুর্গম বৈরী পরিবেশে মৃত্যুর পরোয়ানা তুচ্ছ
করিয়া শুধু চাই ভালোবাসার অভিব্যক্তি।
দৈর্জার তীরে সমগ্র বালুকণা অন্বেষণে নই আমি
ভীতসন্ত্রস্ত শুধু হৃদয়ের পরিতৃপ্তি।
দীর্ঘ সময় পরিক্রমায় ভাবনার মায়াজ্বাল
আবদ্ধ থাকিয়া একদিন হারাইবে স্মৃতি।
আবেগ অনুরাগ উৎসাহ উদ্দীপণা যাইবে
চুকিয়া ভাবনার হইবে ইতি।
পরিশেষ দুর্বিষহ কষ্ট যাতনা সহিয়া অবস্বাদ
গ্রস্ত বিদগ্ধ অন্তর নিবে শুমার।
প্রকৃতির নিজস্ব গতি অপেক্ষা করিয়া হারানো
রত্ন সম্ভব নয় কাহারও পূনরুদ্ধার।
২২ শে নভেম্বর, ২০২০