কুসুম কাননে ফুটে ছিল শিশির
সিক্ত একটি দুর্বাঘাস ফুল।
হৃদয় ভূবন করে ছিলো উদ্ভাসিত,
দূর গগণে খেতে ছিলো যেনো দোল।

ভোরের সোনালি আভায় অপরূপ
সৌন্দর্য তার মন করে ছিলো চুরি।
সমস্ত রূপ সৌন্দর্য আপন মনে নিলো
কেড়ে যেনো আফ্রোদিতি ছাড়ি।

আড়াল করে  রাখতো সে তার রূপের
ঝলক অশুভ দৃষ্টি যেনো না পায় পার।
তবুও  হয় কি আর রক্ষা পূর্ণিমার
আলোয় স্নাত হওয়ার প্রবৃত্তি সবার।

এখনো খুঁজি আমি সোনালি আভায়
শিশির সিক্ত ঝরে যাওয়া দুর্বা ফুল।
কোথায় হারিয়ে গেলো লক্ষ কোটির
ভীরে তবুও খুঁজি মোর অংকুরিত ভূল।

দৃষ্টি নন্দিত মন কাড়া ছোট্ট একটি
রাঙা ফুল তার আবেশ্যতা এতো বেশি।
নিলাভ যন্ত্রণা ছড়ায় দু'হাত মেলে
যেনো এক সমুদ্র উত্তাল তপ্ত জলরাশি।

হয়তো নীল গগণে দোদুল্যমান সে
প্রজ্বলিত, উজ্জ্বল এক নক্ষত্র হয়ে।
তারি আশা হলো দুরাশা তবুও বাঁধভাঙ্গা
মনে তারি স্বপ্ন দেখে অতি অনুনয়ে।

কুসুম কাননে এখনো ফুটে রয়েছে
হাজারো ফুল, নেই শুধু একটি দুর্বাফুল।
শূণ্য স্থানটুকু অবগাহনে পাই তৃপ্তি,
দু'চোখ হয় ঝাপসা শূণ্যতার হিল্লোল।

অক্টোবর  ০৮, ২০২১