দূর গগণে দোদুল্যমান তীব্র
আলোকিত একটি ধ্রুবতারা।
অন্ধকারে ছড়াচ্ছে আলোর
মিছিল যেন  হৃদয় স্নাত করা।

কখনো  রাখেনি খবর কেউ
তার দগ্ধ হচ্ছে সে কেমন!
নিজের দেহ শুধু পুড়ছে তার
নিজের হচ্ছে শুধু অনুধাবন।

স্মৃতিগুলো নিঃস্তব্ধ অপূর্ণতায়,
নিজ বক্ষে ছড়াচ্ছে তপ্ত রশ্মি।
অভীষ্ট লক্ষের অঙ্কুরিত আশা
ব্যর্থ নিরাশ অন্তরে তীব্র তীরবর্শী।

আশার নিরাশতা দুর্বিষহ এক
কণ্টকাকীর্ণ তপ্ত ভস্মিত অন্তর।
হৃদয়ে শুধু হিম প্রস্তরীত পাষাণ
চাপা বাহিরে চাকচিক্য মরুচর।

প্রতি মুহূর্ত ভস্মিত তার অন্তর
খানিতে বেরুচ্ছে শুধু অগ্নি স্ফুলিঙ্গ।
প্রজ্বলিত করছে চারিপাশ, আলোর
বিকিরণে হচ্ছে সবার মনোমুগ্ধ।

মিতভাষী ছিল তার চরিত্র কখনো
করত না কভূ মন তার আনছান।
অপবাদ কটাক্ষ সব কিছুই পাথর
চাপা দিত বুকে ছিল না অভিমান।

মনের বিশালতা নীল আকাশের
উর্ধ্বালোকে হীণ্যতা ছিলনা কভূ।
আজ শুধু হৃদয় তার অগ্নিগর্ভ,
দগ্ধ করছে দেহ পুড়ছে মন তবুও।

অক্টোবর ২৭, ২০২১