অতীত স্মৃতিগুলি যেন
দুই দিকে প্রবাহিত।
স্মৃতি ও বিস্মৃতি হইয়া
কখনো হাসায় কখনো কাঁদায় অন্তরে অবিরত।
মিষ্টি মিষ্টি স্মৃতিগুলি
ভাবতে মিষ্টিমধুর লাগে।
মিষ্টি মিশ্রিত স্মৃতিগুলির
পরিণতি "বিস্মৃতি" অন্তর বিদীর্ণ বিমধুর বিহগে।
বাস্তবতা মানিবে হার,
স্মৃতিগুলি হইবে ভার।
স্মৃতিতে মজিয়া পাইবে
আনন্দ হাসিবে অনিন্দ্য বাস্তবে ঘটে নাই যার।
স্মৃতির মোহজালে ডুবিয়া
অতীব সময় হইবে পার।
জীবন সন্ধায় ঘুম ভাঙ্গিয়া
করিবে হাহাকার দুর্বিষহ জীবন বিদঘুটে অন্ধকার।
স্মৃতি বিজড়িত ঘটনাবলীর
সৃষ্টি ঘটিয়াছে মনের হরষে।
মাশুল যাহার দিতে হইবে
বহু চড়াই উৎরাই মুমূর্ষু জীবনের শুধু দীর্ঘশ্বাসে।
মিষ্টিমিষ্টি স্মৃতিগুলির আড়ালে
থাকে অন্তর্নিহিত বিস্মৃতি।
আত্মঘাতী বিস্মৃতিগুলির আঘাত
যেন ভীমশক্তি হৃদয় করে ছিন্নভিন্ন বাড়ায় দুর্গতি।
কল্পনা বিলাসী মন ভোগে
বিস্মৃতির নির্মম পরিহাসে।
লোভাতুর নরপৈশাচগুলিও
পায় নাই পরিত্রাণ বিস্মৃতিগুলির নির্মম কড়ালগ্রাসে।
এপ্রিল ২৮, ২০২১