নিরন্তর পরিশ্রম, অক্লান্ত প্রচেষ্টা,
অর্জিত ফল স্বপ্নে গড়া এই সোনার বাঙলা।
নেতৃত্বে প্রদর্শিত পথ, আশার সঞ্চার, জাগ্রত
স্বপ্নের অনুভূতি-অনুপ্রেরণা প্রাপ্তির শঙ্খমালা।

দেশপ্রেম ও আত্মত্যাগ রবে রচিত
ইতিহাসের পাতায় পরিপূর্ণ রত্নভান্ডার।  
এ কঠোর শ্রম ও প্রেরণা,
গড়ে উঠুবে নতুন আশার তপ্ত সম্ভার।

জনতা হলো অদম্য শক্তি,
নেতার নেতৃত্ব তথা দেশের সম্পদ।
তুমি তাদের বন্ধু,
তুমিই তাদের সু-প্রদর্শিত পথ।

রাজনৈতিক নেতা ও জনতা একে
অন্যের  কাঙ্খিত নির্ভুল ছায়া।
এ সম্পর্ক ও আদর্শে গড়ে উঠুক নতুন
নতুন পথের পরস্পর সম্পূরক মায়া।

জন নেতৃত্বের প্রতি,
জনতার এ আবেগ আপ্লুত কৃতজ্ঞতা।
প্রদর্শিত ন্যায়-নীতির আলোয় চলি, রাখি
আচঁড়ে জননেতার চলার পরিচ্ছন্ন স্বচ্ছ পথটা।

দেশরত্ন জন্মভূমি মা-মাটি তোর
কোলে শান্তির পরশ সুখের নিবাস।
রত্নমাখা দেশটির
জন্য জনতার প্রাণঢালা মহোল্লাস।  

মাটি, পানি, নীল আকাশ ভরা-
গগণচুম্বী আলো।
সবাই মিলে রাখি
দেশটাকে নিঝঞ্ঝাট সচল চালো।

স্বদেশপ্রেম জ্বলে উঠুক
জননেতা ও জনতার হৃদয়ে মহাকাল।  
মানবতার গল্প চলুক অবিরাম,
অন্তরে সবার সর্বোপরি অনন্তকাল।

কর্ম করি সবাই মিলে সত্যের পথে
মতৈক্যে এক।
জাতিকে গড়ে তুলি উন্নতির
চড়ম শিখরে ঘটাই অভিষেক।

নভেম্বর২৩, ২০২৪