আমি দেখিয়াছি
রাক্ষসপতিদের কড়ালগ্রাস।
ভূমি দখল করিয়া অসহায়কে
নিঃস্বত্ব করিয়া লুফিয়াছে মনের অভিলাষ।

আমি দেখিয়াছি
সবলের অভিনব কায়দা লুটপাট।
কাঙালের ধন দু'হাত ভরিয়া করিয়াছে পকেট
ভারি, নিগৃহীত কর্মে অর্জিত নান্যতের অভিসম্পাত।

আমি দেখিয়াছি
ক্ষমতাধরদের রক্তচক্ষুর আস্ফালন।
কলমের খোঁচায় হাকিয়াছে অজস্র টাকাকড়ি,
নির্মীত বাড়ীগাড়ী চশমখোর জ্ঞানপাপীদের অর্জন।

আমি দেখিয়াছি
রাঘব বোয়ালদের হিংস্রতার কৌশল।
অনাথ কাঙালদের শুধু পণ্য বহনকারী পশু
হিসাবে ব্যবহার করিয়া ভাঙ্গিয়া ফেলে মনোবল।

আমি দেখিয়াছি
পাষণ্ড স্বামীর, সতীসাধ্বী স্ত্রীর উপর অত্যাচার।
বীভৎস চেহারা ভয়ংকর রূপ, ক্ষতবিক্ষত করিল                
আঘাতে, হায়ানার মতো বিষাক্ত কামড় তাহার।

আমি দেখিয়াছি
সমাজপতিদের একচেটিয়া দৌরাত্ম্য।
কিভাবে দোষ চাপাইয়া দেয় অন্যের ঘাড়ে,
বিচারের রায় দুরভিসন্ধি সিক্ত অশুভ কর্দমাক্ত।

আমি দেখিয়াছি
মহামানব অন্যের বিপদ লইতেছে নিজঘাড়ে।
নিজস্ব সুখ সমৃদ্ধির কথা না ভাবিয়া অকাতরে
ব্যতিব্যস্ত মনুষ্যসেবা আল্লাহর আরশ পুলকিত করে।              

মে ২৫, ২০২১ খ্রিঃ