যতোদিন দাসত্ব,
ততোদিন জ্বলুক আশার প্রদীপ।
ভাঙবে শৃঙ্খল, উঠবে রণকণ্ঠ,
নতুন সূর্য আনবে নিরবিচ্ছিন্ন দীপ।

অস্পৃশ্য ছায়া হোক যতোই সুদীর্ঘ,
ন্যায়ের আলো ছড়াবে দূরপ্রান্ত।
জেগে উঠবে মাটি, জাগ্রত হবে প্রাণ,
ধ্বংসযজ্ঞ হবে ভীতি, শৃঙ্খল চক্র উত্থান।

মুক্তির গিরিপথে সতত বাঁধা-বিপত্তি
ডিঙিয়ে গড়ে তুলবো রক্তিম নব দিগন্ত।
স্বাধীনতার রণসংগীত বাজবে অন্তরে,
শঙ্কাহীন ভবিষ্যৎ গড়বো নীলিমা অনন্ত।

সভ্যতার অন্তরায়,
কে চুরি করে সবার বাঁচার অধিকার?
কে লুটে নেয় গরিবের কর্দমাক্ত ঘাম,
বানায় সোনার অট্টালিকা বারংবার?

জন্ম একই আলো-বাতাস,
একই পৃথিবী একই এই মাটি।
তবে কেন বৈষম্যের দুর্ভেদ্য দেয়াল,
কেন চুরি হয় জীবনের অধিকারটি?

অন্যায়ের প্রতিবাদ দুর্বল পশ্চাৎ মুখ,
সে শৃঙ্খল চক্র সর্বগ করবে গ্রাস।
মানবাধিকার সর্বগ ন্যায্য দাবি,
তবেই এ পৃথিবী আলোর উদ্ভাস।

এসো হে জেগে উঠি, ঝলসে উঠি,
প্রতিবাদ করি অস্পৃশ্যতা আচরণ।
মানুষের জন্য মানুষ হই, সু-উচ্চ
সাবলীল মানবতায় করি বিচরণ।

যতোদিন দাসত্ব,
ততোদিন অতন্দ্র সংগ্রামে ঐক্যতান।
মুক্ত মাটি, স্বাধীন জয়গান, শৃঙ্খল
চক্রে জ্বলুক আগুন পুড়ে হোক শ্মশান।

যতোদিন দাসত্ব,
ততোদিন আমাদের সত্যের সংগ্রাম।
জেগে উঠুক মুক্ত মাটি, মুক্ত দিগন্ত,
হোক অবসান লুটপাট দুর্নীতি দুর্নাম।

জেগে উঠুক,
জনতার মহাপ্রলয় মহাগর্জন।
লুটেরাদের ভাঙবো দুর্দম্য বলয়,
তাণ্ডবের অভিশপ্ত তপ্ত সিংহাসন।

দাসত্বের শৃঙ্খল!
বাঁচতে পারবো না আর চুপচাপ!
ভেঙে দেবো শৃঙ্খলের চক্র, উঠ হে
বিদ্রোহী তুঙ্গ রণবীর ঢালো সূর্যতাপ।

নভেম্বর১৮, ২০২৪