দিন-দুপুরে হঠাৎ করে
মনের ঘরে হলো ডাকাতি।
হৃদয় ভূবন খালি করে
গড়ল সে যে পরের বসতি।

কেউ রাখেনা কভূ কাহারো
খবর অন্তর পুড়ে কেমন!
দগ্ধকারী বুঝে শুধু
অগ্নিদাহে দগ্ধজ্বালার মরণ।

বর্ষার স্রুতধারার মতো দু'কূল
প্লাবিত করে দু'চোখের তপ্ত লোনাজল।
কষ্টগুলো মত্ত উলঙ্গোৎসবে
অন্তর গ্রাসে থৈথৈ মহাপ্রবল।

শূণ্যতার নীল গুপ্ত যন্ত্রণা রক্ত
জমাট বেঁধে হয় হিম।
শতত প্রচেষ্টাও কভূ হয় না
প্রশমিত অশুভ শক্তি ভীম।

কখনো যদি অশুভ স্মৃতি "মরণ
ব্যধি" পায় কাউকে বাটে।
জনম জনম ভস্মীত অন্তঃদাহে,
খুদিত হলো যেন ললাট তটে।

এতো যে কষ্ট এতো যে জ্বালা তবুও
ভাবতে মিষ্টি মিষ্টি করে খেলা।
কল্পনা বিজড়িত স্মৃতিগুলো দগ্ধ
অন্তরে ভাসায় শূণ্যতার ভেলা।

কখনো হবে না বিদূরিত সহসা,
বেদনার চুরাবালি যেন মরিচিকা।
অন্তর বিদগ্ধ জীবন্ত আগ্নেয়গিরি
বেদনা বিবর্ণ নীলাভ অগ্নিশিখা।

সেপ্টেম্বর ১৫, ২০২১