হে জনপ্রতিনিধি তুমি অবিসংবাদিত,
জনতার নিবিড় প্রাণ।
তোমার উদ্যম গতিময় নেতৃত্ব
খুঁজে জনতা কালজয়ী অবিনাশী গান।

তুমি জনতার দিকনির্দেশক,
তুমি জনতার উৎসাহ উদ্দীপনা বোধশক্তি।
এ উচ্ছলিত ভালবাসা ছত্রছায়া তলে
নিরীহের একতার রাশিরাশি জনমুক্তি।

চোখে অবিরাম নিরীহ জনতার প্রতিচ্ছবি,
অন্তরে উদগীরণ হচ্ছে নিরীহের প্রতিটি কণ্ঠ।
শান্তির প্রতিশ্রুতি মুখরিত
নীল আকাশ বাতাস মুক্ত নব এ দিগন্ত।

জনতার পাশে তুমি ক্ষণেক্ষণে প্রতিক্ষণে- অনুক্ষণে।
জনকল্যাণে নিজ আকাঙ্খা শূণ্য অবারিত গগণে।
তুমি জনতার দরদী বন্ধু, চলার সাথী।
তীক্ষ্ণ দিকনির্দেশনা, বলিষ্ঠ নেতৃত্ব, সুরক্ষিত
জাতি।

ন্যায়-আদর্শের বিমোহিত প্রতীক, লোভ
লালসাহীন জনতার বিশস্ততার স্থল।
তুমি আর জনতা মিলেমিশে আছ-
একাকার এক অবিচ্ছেদ্য সুসংগঠিত দল।

তুমি জাতির বিবেক, জাতির আশা।
জাতিকে দেখাবে মসৃণ পথ, কাঙ্ক্ষিত দিশা।
তুমি হবে সবার জন্য এক ও অনন্য সমান।
বলিষ্ঠ হাতে করবে জাতির মহাকল্যাণ।

সমাজসেবা জনপ্রতিনিধির মূখ্য ভুমিকা
প্রতিপাদ্য বিষয় যা গুরুগম্ভীর মূলমন্ত্র।
জনতার স্বস্তি-আত্মবিশ্বাস গড়বে তুমি
শুধু হৃদয়ে রবে জনতার উচ্ছলিত তন্ত্র।

নভেম্বর২৪, ২০২৪