জীবন কখনো হয়ে উঠে গদ্যময়,
কখনো আবার বিষাদময় কবিতা।
জীবন নদীর বাঁকেবাঁকে থাকে
বিস্মৃতি বিজড়িত ক্লান্তি অসাড়তা।
নিস্তব্ধ পৃথিবীতে যেন পাষাণ হৃদয়
করছে হিংস্রতার উলঙ্গ খেলা।
কিসে তৃপ্তি তার রয়েছে সুপ্তী, অন্তর
দগ্ধতা যেন তার নির্মম জীবন চলা।
শুধু বদ্ধ পরিসরে ভাবনার মোহ-
জ্বালে রিক্ত অন্তরের ছন্দময় মমতা।
নৈসর্গিক শোভা বর্ধন তার শুধু
ছল চাতুর্যময় যেন অভিনব মুগ্ধতা।
অন্তর হয়ে উঠে ভারাক্রান্ত, সবই
যেন নিথর, শুধু শূণ্যতার পরিপূর্ণতা।
ছোট্ট বড় বিস্মৃতিগুলো যেন আঘাত
করতে থাকে মহোৎসবে তার বর্বরতা।
ভাগ্য বিড়ম্বিত মানুষগুলোর জীবন
প্রবাহ নিভু নিভু গতির হয় সঞ্চালণ।
ক্ষতবিক্ষত কখনো রক্তাক্ত হৃদয়ের
স্বাদ করতে হয় কভূকভূ আচ্ছাদন।
ক্ষনেক্ষনে কখনো আবার ঘন মেঘের
আড়াল থেকে সূর্য দেয় মিষ্টি হাসি।
বিদগ্ধ কষ্টযন্ত্রণার হয় অবসান, স্বস্তির
নিঃশ্বাস জীবন করে আনন্দঘন রাশিরাশি।
সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সমুদ্রের বুভুক্ষু
কান্না অবগাহনে অন্তর হয় পরিষ্কার।
দুঃখ-কষ্ট বিলীন করে নবদিগন্তে,
ক্ষনিকের শান্তির পরশ করে উপহার। জুন ৩০, ২০২১ খ্রিঃ