নির্থর জীবন মোর পাষাণ হৃদয়
ধু-ধু মরীচিকা শুধু বিরান লাগে।
বিক্ষত ছিন্নবিন্ন রক্তাক্ত হৃদয়
বেঁচে থাকা খুবই দুর্বিষহ কষ্ট যন্ত্রণা শুধু তার বিহগে।

প্রেম পিয়াসী রাক্ষুসী সুনয়নাদের
যাতাকলে পৃষ্ট জীবন নিঃগ্রীহিত।
পলে পলে দলিত মথিত লাঞ্চিত
জীবন গুনে শুধু মৃত্যুর প্রহর যেন মানসিক অবাঞ্ছিত।

জীবন অবধারিত স্বাভাবিক
নিয়মে চলছে গতি নেই থেমে।
জীবনের হেয়ালীপনা সঞ্চিত
কষ্ট জীবন করেছে স্তব্ধ হচ্ছে না সঞ্চালন স্বরগমে।

ছলনাময়ীর ছলনার বিস্মৃতিগুলো
অন্তরে যেন জ্বলজ্বলন্ত উল্কাপিণ্ড।
অন্তর চিতা পুড়ে হয় ক্ষতবিক্ষত
অসহনীয় যন্ত্রণা তার হৃদয় ছিঁড়ে করে খণ্ড খণ্ড।

মেঘে ঢাকা আচ্ছন্ন ঘন কুয়াশা
জীবন বিধ্বস্ত করে আছে বসে।
তবুও চলতে হবে অবিরাম
সম্মুখ গতিতে পাষাণীদের দেওয়া কষ্ট সম্পূর্ণ মুছে।

বেদনা বিদীর্ণ রক্তাক্ত হৃদয়
পরিনত করতে হবে রক্ত পলাশ।
মনের গহীনে বিদগ্ধ কষ্ট জ্বালা
অপসারণ করে প্রস্ফুটিত করতে হবে শান্তির নির্যাস।

মনের ভীমশক্তিতে জয় করতে
হবে দুর্জেয় অতীতের বিস্মৃতি।
হৃদয়ে বদ্ধমূল আবহমান হিংসা
প্রতিহিংসা ভূলুণ্ঠিত করে অগ্রসরে অনিবার্য প্রশান্তি।

এপ্রিল ১২, ২০২১