বসন্ত তুমি আসিবে বলিয়া তোমার অপেক্ষায়
অন্তরে সাজিয়া রাখিয়াছি রাশিরাশি ফুলের ডালি।
বনাঢ়্য অনুষ্ঠানে করিব তোমায় বরণ প্রীতিউপহার
করিব সবার সদ্য প্রস্ফুটিত গোলাপের কলি।
চারিপার্শ্বস্থে উঠিবে হৈ হল্লার কলরব মুখে মুখে
থাকিবে সকলের আনন্দের হাসি।
সারা দিনভর চলিবে বনাঢ়্য অনুষ্ঠান ফুসকা চটপটি
খাওয়ার পড়িবে ধুুম সারি সারি থাকিয়া বসি।
অনেকের বাসা বাড়ীতে মনের আনন্দে হইবে
উন্নত মানের খাবার পরিবেশনে দারুণ আয়োজন।
হলুদ রাঙের বাসন্তী শাড়ি পড়িয়া অল্পনা বয়সিনী
তরুণীরা নাচগানে করিবে বসন্ত বরণ।
যুগল যুগলিরা অবাধে করিবে ঘুরাফেরা থাকিবে
না অন্তরে তাহাদের কোন সংশয়।
পুড়ো দিনভর হাসি আনন্দে ঘুরাঘুরি করিয়া সন্ধার
পরক্ষনে ফিরিয়া যাইবে নিজস্ব আবাসালয়।
কোকিলের মন মুগ্ধকর ডাক নবরত্ন সাাজিয়া
প্রকৃতির বৃক্ষরাজির হইবে প্রানের সঞ্চার।
ফুলে ফুলে পত্র পল্লবে ভরিয়া উঠিবে বৃক্ষ তরুলতা
রঙ বেরঙের চেনা অচেনা হাজারো ফুলের সম্ভার।
বর্ষা শীতের তীব্র প্রভাব কাটিয়ে মানুষজন চায়
উৎসাহ উদ্দীপনা বসন্তকে করিতে বরণ।
বসন্তের উৎসাহ উদ্দীপনায় মনে আসে প্রশান্তি
আনন্দে হয় আত্মহারা আবেগ আপ্লুত হয় মন।
বসন্ত তুমি কালের রাজা পড়িয়াছ মাথায় তোমার
সোনার তৈরী রাজ মুকুট।
তোমার কালজয়ী মনুষ্যহৈতুষী বৈশিষ্ট্যে পাইয়াছ
তুমি উচ্চতর আসনে আবিষ্ট হউয়ার চিরকুট।
১৪ ফেব্রুয়ারি,২০২১