রহস্যাবৃত এ পৃথিবী যেন অদ্ভুত প্রকৃতির
রহস্যঘেরা রহস্যময় আজব এক রহস্যপুরী।
অজানা রয়ে আছে রহস্যাবৃত বার্মুডা ট্রাই
এঙ্গেল সকলের মরণ ফাঁদ যেন মৃত্যুপুরী।
ফ্লোরিডা, পুয়ের্তো রিকো, বার্মুডা দ্বীপ তার
মধ্যবর্তী ত্রিভুজ আকৃতির স্থান।
বার্মুডা ট্রাই এঙ্গেল নামটি তার সুন্দর রূপ
লাবণ্য পেয়েছে সমীক্ষণে অবস্থান।
চলছে অবিরত জানার অন্বেষণ, চলছে
গবেষণা চেষ্টার হচ্ছে না কোন ত্রুটি।
রহস্যাবৃত তবুও রয়েই গেল জয়ের আশা
নিষ্ফল সকল প্রচেষ্টার হচ্ছে যেন নিষ্পত্তি।
বিজ্ঞান তার যুক্তিপূর্ণ গবেষণা তথাপী
রেখেছে অব্যাহত করতে রহস্যর ভেদ।
সম্ভাবনা খুবই ক্ষীণ উম্মোচন করতে
অজানা রহস্য পেতে পরিতৃপ্তির স্বাদ।
কত জাহাজ কত জনযান হয়েছে নিখোঁজ
তার পাওয়া যাচ্ছে না কোন সন্ধান।
বিপদ সীমানার মধ্য যেন অজানা রহস্য
করছে বিপদ বার্তার আনন্দোৎসবে জয়গান।
কোন গবেষক তার লব্ধ জ্ঞান থেকে ভূয়া
বাস্তব বিবর্জিত বলে অভিমত করেছে প্রকাশ।
অন্য মতবাদ এলিয়ন কিম্বা ভূত পেত্নীর
যেন নিবাস তাদের কৃতকর্মে হচ্ছে সর্বনাশ।
অন্য একজন গবেষকের মতামত চুম্বক ক্ষেত্র
তার চুম্বক আবেশে কেন্দ্রের দিকে দিচ্ছে টান।
জলজাহাজ উড়োজাহাজ সব কিছুই
করছে নিখোঁজ ভেঙ্গে করছে যেন ক্ষান ক্ষান।
মার্কিন বৈমানিক করছে দাবি বিমান চালিয়ে
দিয়েছে পাড়ি, এসেছে ফিরে রয়েছে অক্ষত।
ভয়ংকর পরিস্থিতি করেছে অবগাহন বিপদের
মহোৎসব করেছে তাড়া হয়ে ছিল কবলিত।
আফ্রিকান জলদস্যুরা জাহাজ লুঠপাট
পরিশেষে জাহাজ দিত ডুবিয়ে।
বৈরী আবহাওয়ার কারণে স্বাভাবিক নিয়মে
দুর্ঘটনায় কবলিত হয়ে জাহাজ যেত তলিয়ে।
গল্প কাহিনীকে লেখক বাস্তবে দিয়েছে রূপ
বই বিক্রি করে অধিক মুনাফা করতে অর্জন।
দুর্ঘটনা কবলিত হওয়ার পর উদ্ধারকৃত
ধবংসাবশেষ কারণ করে নাই সে উন্মোচন।
ব্যবসা বাণিজ্য যোগাযোগ মাধ্যম হিসাবে
বার্মুডা ট্রাই এঙ্গেল এলাকা ব্যাস্ততম স্থান।
দুর্ঘটনার পরিমান রয়েছে অতি স্বাভাবিক
যাহা অন্য এলাকায় দুর্ঘটনার সমপরিমাণ।
খনিজ পদার্থ থাকায় মিথেন হাইড্রেড গ্যাসের
উদগীরণে করছে বুদবুদ উঠছে ফেনা।
জলযান ফেনায় ভাসতে না পেড়ে যায় ডুবে,
গভীর তলদেশে না পাওয়া যায় কোন নিদর্শনা।
মহাকাশ গবেষকের বদ্ধমূল বিশ্বাস বার্মুডা ট্রাই
এঙ্গেল ষড়ভুজ মেঘ ও প্রবল ঘূর্ণিঝড়ের প্রাণকেন্দ্র।
ঘূর্ণিঝড়ের প্রকোপ গাল্ফ ষ্টীম স্রুত জল জাহাজ
উড়ো জাহাজ লণ্ডভণ্ড করে তলায়ে নেয় অন্যত্র।
অভিমত ভিন্নধর্মী তথাপি পরীক্ষা নিরীক্ষা
সত্যেও বাস্তব রহস্যের হয়নি কোন উদঘাটন।
বিপদের অশনি সংকেত হয়ে ছড়াচ্ছে
বিভীষিকা, রহস্য রয়েই গেল সেই পূর্বের মতন।
ফেব্রুয়ারি ২৫, ২০২১