একটু চাহনি একটু দৃষ্টি মেলে দেখা
একটু সান্নিধ্য আসা একটু জিঘাংসা।
একটু মিষ্টি হাসি একটু অনুরাগ
একটু অভিমান একটু অনুভূতি সব মিলে ভালোবাসা।

আবেগ আপ্লুত মনে টানাটানা কাজল  
চোখে চোখ পড়ে অন্তর হয় খানখান।
মন হয় উতলা অন্তরে আসে শান্তির
পরশ অনুরাগের ছোঁয়া যেন ভালোবাসার গভীর টান।

ভালোবাসার বাহুবন্ধনে নিজের
মৌন ভূবনে নিজেই হয় সন্ন্যাসী।
রক্তে উঠে আনন্দের শিহরণ অন্তর
হয় কানায় কানায় পরিপূর্ণ মন হয় কল্পনা বিলাসী।

ভালোবাসায় মজিয়া যেন যুগল
যুগলিরা হয় অনিন্দ্য স্বপ্নচারী।
বাস্তব জীবনের কষাঘাত কভূ
করতে পারে না আঘাত প্রেমের গগণে ভাসায় খেয়াতরী।

কল্পনার রাজ্যে সীমাহীন আকাশ
করে পরিভ্রমণ সত্যিই যেন নভোচারী।
পৃথিবীকে মনে হয় অনেক সুন্দর
অনেক নন্দিত কলঙ্কমুক্ত শান্তির নিবাস আনন্দপুরী।

সময় পরিক্রমা ঘন কালো কুয়াশা
আচ্ছন্ন করে জীবনের রঙ্গিন স্বপ্ন।
মনে থাকে দুর্বিষহ কষ্ট যন্ত্রণা ভঙ্গ
হয় স্বপ্ন জীবন হয় বিলম্বিত অন্তর পুড়ে হয়  খাঁটি রত্ন।

জীবন সন্ধায় কভূ মিলবে না হিসাব,
সোনালী সময়ের শুধু হবে আফসোস।
অতীতের সবকটি ভূল বারবার হবে
স্মৃতিচারণ শুদ্ধাবার কখনো হবে না সুযোগ অন্তরে অসন্তোষ।

এপ্রিল ১১, ২০২১