ঘুমপাড়ানী রাজকন্যা ঘুমের ঘোরে
সে যেন শুধু স্বপ্ন দেখাতে এসে ছিল।
ঘুম ভেঙে দেখি দূরপানে দাঁড়িয়ে
বিদ্রূপের অট্টহাসিতে ফেঁটে পড়লো।
ক্ষনিকের অফুরন্ত ভালোলাগা বুকে
ধুক ধুক নীলাভ যন্ত্রণা গেল শুধু রেখে।
স্মৃতির রাঙা আবেশের হাতছানিতে মৃদু
ভৎসনা করল মোরে তীক্ষ্ণদৃষ্টিতে দেখে।
সুখের সময় কাটে খুব দ্রুত, দুঃখের সময়
হয় না কেন জানি পার।
মনে হলো স্বপ্নের ঘোরেই সে এসেছিল,
স্বপ্নেই গেল চলে কভূ ফেরা হলোনা আর।
সত্যটা হলো যেন অসত্যে পরিণত,
হৃদয় ভুবন করল শুধু হাহাকার।
ভালোবাসার পূজারী হলো মোর পর
সত্ত্ব, অন্তর দগ্ধ, হৃদয় বিদীর্ণ আমার।
কত যুগ হয়ে গেল পার তবুও অন্তরের
দগ্ধতা আরো হলো ভার শুধু তারি বিহনে।
নিষ্ফল শুধু শুধু চেয়ে থাকা তবুও যায়
নাতো ভুলা, বাঁচি আমি বলো কেমনে ?
যতোই বেশি চাহি আমি ভুলে থাকতে,
ততোই মায়ার বন্ধনে করছে আবদ্ধ।
নিরুপায় আমি ঘুরছি শুধু মরীচিকার
মরণফাঁদে, তিলেতিলে হচ্ছি আমি দগ্ধ।
স্মৃতিগুলো গুপ্তঘাতক হয়ে ছড়াচ্ছে শুধু
মোহ, হৃদয় করছে তীব্র আবেগ আপ্লুত।
পারি না স্মৃতির ধ্বংসলীলা হতে
নিজেকে বাঁচাতে হচ্ছি শুধু ভস্মীভূত। সেপ্টেম্বর ২১, ২০২১ খ্রিঃ