আসিবে বসন্ত রূপসজ্জায় সজ্জিত
হইবে প্রকৃতি যেনো তাহার চারিপাশ।
প্রানের ছোঁয়া মনে দিবে দোলা যেনো
প্রশান্তির নির্মল নিঃশ্বাস।
ফুলেফুলে সাজিবে বাংলার উন্মুক্ত বন
জঙ্গল ও বাগান।
বনজ ফুলের সমাহারে অপরূপ লাবণ্য
পাইবে প্রকৃতির মুখখান।
প্রকৃতি তাহার হাতছানি দিয়া ডাকিবে
শোভাবর্ধন ফুলের করিতে নির্যাস গ্রহণ।
ফুলে পল্লবে নতুন আঙ্গিকে নতুনত্ব রূপে
পুরাতন জনাকীর্ণতাকে করিবে বিসর্জন।
প্রকৃতির মনকাড়া এই অপরূপ সৌন্দর্য
অন্তরে বহিয়া আনিবে প্রশান্তির পরশ।
চারিপার্শ্বে সবুজ বৃক্ষরাজি তরুলতা
ফুলফুটিয়ে প্রকৃতিকে করিবে মধুরস।
নতুন নতুন পত্রপল্লবে মুখরিত হইবে
জৈববৈচিত্র পাইবে নতুন প্রাণের সঞ্চার।
রং বেরঙের তৃণলতা কেকটাস সাইকাস
দুহাত মেলিয়া ছড়াইবে সৌন্দর্যের সম্ভার।
বিচিত্র রঙের চাদর মুড়িদিয়ে ঘুমটা পরিয়া
বসিয়া থাকিবে তরুলতার ফুলের ঝোপ।
চোখ ধাঁধানো রূপে পাগল করিবে মন,
সপ্তরাঙা অপরূপ।
ঋতুরাজ বসন্ত হইল কালের রাজা
গুণকীর্তনের নেই কোন তাহার শেষ।
বন্দনাগীতি হইবে রচিত হাসিমুখে করিবে
বরণ অন্তরে যেনো পুঞ্জিভূত বিশেষ।
২৪শে জানুয়ারি, ২০২১