জীবন নামক যন্ত্র-দানবের
অপরাহ্ণে আজ মুমূর্ষু অন্তর।
বয়সের উচ্ছৃঙ্খলতায় বিনষ্ট
করিয়াছি সোনালী সময়, ভাবিনি সবই ছিল অবান্তর।

আজ অনুশোচনার দাবানলে
পুড়িয়া বিদগ্ধ বিধ্বস্ত জীবন।
কূল কিনারা না পাই আমি,
হালবিহীন নৌকায় উত্তাল সমুদ্রে মাঝি আমরণ।

নিশাচর হইয়াছি আমি দু'চোখে
আসেনা কভূ বিন্দু মাত্র ঘুম।
অন্তর পুড়িতেছে দিবানিশি, শান্তি
হইল নির্বাসন, মনের নাই তৃপ্তি, জীবন মোর পণ্ডশ্রম।

জীবনের ছোট্ট বড় সবগুলি
ভুল, সন্ধি করিয়া হইল অপ্রতুল।
পাপের বোঝা বহিতে পারি না
আমি, শুধু অসহনীয় যন্ত্রণা সত্যিই ভুলের মাশুল।

পাপের চাহিতে বড় ভারী বোঝা,
এই পৃথিবীতে কভূ আর নাই।
এক সমুদ্র পাপের বোঝা বহিয়া
জীবন করিতেছি ছারখার, কভূ লাভ কোন জগতেই নাই।

অন্তরের কান্না শুধু মৃত্যুক্ষুধার,
দু'চোখে দেখি আমি শুধু অন্ধকার।
অন্তরের শূণ্যতা কভূ হইবে না
পরিপূর্ণতা তবুও চেষ্টায় বিধাতা করে যদি ভাগ্যের সংস্কার।

তবুও স্বপ্ন, তবুও আশা, বাঁচিবার
তরে, অন্ধকার হইবে মোর বিদূরিত।
মুক্তির পথ হইবে প্রশস্ত, শান্তির
নির্যাস করিবে স্পর্শ, পরজনম হইবে মোর আলোকিত।               এপ্রিল ১৬, ২০২১ খ্রিঃ