উঠেছে জ্বলে নিশ্ছিদ্র নীলিমায়
আশার নতুন লুব্ধক আলো ঝড়।
দুর্নীতিমুক্ত হবে দেশ নিপীড়কের
পাষণ্ড দেয়াল ভয়ে কাঁপবে থরথর।

কর্ম হবে সত্যনিষ্ঠ আশানুরূপ
চিন্তা হবে বস্তুনিষ্ঠ ন্যায়পরায়ণ।
অন্যায়ের বিরুদ্ধে তুলো হে
বীর সেনানী অর্ণব ঢেউ রণ শিহরণ।

চুরি, ঘুষ, মিথ্যা রাহজানি
জানিয়ে দাও বিদায় অধ্যাদেশ।  
সততার লুব্ধক আলোয়
জ্বলবে রূপসী সোনার বাংলাদেশ।

নেতা-কর্মী সবাই ঐক্যবদ্ধতা গড়তে
হবে একটি মানবিক রাজনৈতিক দল।
সৌখিন রাজনীতির কল্যাণকর দিক
না থাকে যেনো কোনো কূটকৌশল ।

হউক বিজ্ঞ নেতা কিম্বা দক্ষ আমলা,
যে-ই করবে অনিয়ম-ভুল।
সাংবিধানিক আইন হবে স্বচ্ছ তলোয়ার,
আদর্শতার প্রতীক সত্য ন্যায়ের মূল।

দুরভিসন্ধি কিম্বা পক্ষপাত দুষ্ট
কভু তাহা নয় শুধু চলবে ন্যায়ের জাদু।
বুকের পাঁজরে করো হে বজ্রাঘাত,
রুখে দাও ঘুষের মধু।

গড়বো এদেশ দুর্নীতিমুক্ত,
একটি সুন্দর বিমোহিত ভুবন।
হে সংস্কার পন্থী তুঙ্গ রণবীর
হোক এটাই সবার একমাত্র পণ।

নভেম্বর ১৯, ২০২৪