সময়ের সাথে সাথে ক্ষত চিহ্নগুলো মুছে যাবে
চোখগুলো ঝাপসা হয়ে আসবে
অনেক কিছুই মনে থাকবেনা আর
শুধু মনে থেকে যাবে কথাগুলো তার।
স্মৃতি গুলো বিস্মৃতির আড়ালে উঁকি দিবে
পুরনো দিনের কিছু ছবি দেখাবে।
সেই দিনগুলোর কথা মনে পড়বে
যখন হাসি-কান্না সবকিছুই ছিল।
তবুও সময় থেমে থাকেনা,
জীবন এগিয়ে চলে তার নিজ গতিতে,
আমাদের স্মৃতিরা রয়ে যায় পিছনে
আর আমরা চলতে থাকি সামনে।
সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়,
কিন্তু কিছু কথা আর স্মৃতি চিরদিন থাকে।