অনেক কিছুর জন্যই,
অনেক কিছু দায়ী থাকেনা।
বাতাসের বুকে ঝড় এলেও,
সবকিছুই তো ছাই হয়ে যায় না।
পাহাড়ের চূড়ায় মেঘ নেমে এলে,
মাটি কি দোষ পায়?
পথের ধারে কাঁটা ফুটলে,
ফুল কি তার হিসেব রাখে?
জীবন বহমান নদীর মতো,
কখনো গভীর, কখনো অগভীর—
প্রতিটি ঢেউয়ের জন্য,
কোনো ঢেউই তো দায়ী নয়।
সময়ের গতিতে সবকিছু মেলে,
কিছু ক্ষতি, কিছু হাসি—
তবুও,
সবকিছুর দায়ে সবকিছু মিলিয়ে যায় না।
মনে রেখো,
অনেক কিছুর জন্যই,
অনেক কিছু দায়ী থাকেনা।
শুধু মেঘেরা বৃষ্টি দেয়,
আকাশ দায়ী হয় না।