সেদিন সন্ধাকাল!
আলো নয়, অন্ধকার নয়
ছিল প্রদোষের ছায়া
ধরনীর বুকে ছিল প্রেম, ছিল মায়া!
তবু,
হৃদয়ের বোঁটা ছিঁড়ে—
হৃদয় উন্মাতাল!
সেদিন সন্ধ্যাবেলা!
হাত ছিল হাতে
অথচ হৃদয়ে ছিল না হৃদয়,
দেহের অভ্যন্তরে নিতান্ত শরীর এক
খেলছিল খেলা!
আগুনের বল ছুঁড়ে ছুঁড়ে
যেন দুটি অবোধ আনমনে নিজেদের সাথে,
অথবা বালিকা কোন সময়ের অপচয়ে
নিতান্ত নির্জনে নিরবধি মালা গাঁথে!
সন্ধ্যা ফুরায়
গাঢ় হয় রাত
তারপর শুধুই স্বপ্ন দেখা
কখন সকাল হবে
কখন প্রভাত!