ও মানুষ!
তোমার তকদির থেকে কারা কেটে নেয় কর?
গোপন প্রেমের মতো কারা ট্যাক্স বসায় পরিশ্রমের নুনে?
বৈধ স্ত্রীর সাথে মিলিত হতে হলে কাকে দিতে হয় চাঁদা?
প্রশ্ন তোলো! মুষ্টিবদ্ধ করো হাত!
ক্ষমতার বিষফোঁড়া যাদের বগলে বেড়েছে,
সজোরে হাঁকাও লাথি তাদের অণ্ডকোষে,
ভেঙে ফেলো তেড়ে আসা কুকুরের বিষধর দাঁত।
ও মানুষ!
আড়ষ্ট কেন দুর্বৃত্ত চোরের আস্ফালনে!
শিকারের স্মৃতি মন্থন করো,
গুহাচিত্রে দ্যাখো লেখা আছে বিজয়ের ইতিহাস,
তোমার প্রয়োজনে নিরীহ পাথরও হয়েছে হাতিয়ার!
পূর্ব থেকে পশ্চিম করেছে শাসন মূলত মানুষ যারা,
আর মানুষের চামড়া পরে হিংস্র পশু ছিল যুগে যুগে,
পেয়েছে শাস্তি যোগ্যতম, মানুষের হাতে!
ও মানুষ!
তোমার জমিন থেকে কারা কেটে নেয় সোনালী ফসল!
কার হাত ঘোরে প্রেয়সীর লাউডগা দেহে!
লেবনচুষের লোভ দেখিয়ে কারা কেড়ে নেয় কৌমার্য, তোমার ইজ্জত!
জেগে উঠো, সজোরে চেপে ধরো তস্করের জামার কলার!
সূর্য তো রোজই উঠে দিগন্ত রেখা ফুড়ে ফুড়ে
তোমাদের ঘুম যদি না ছোটে—যদি না ওঠে পাখিদের কলরব
কী করে সেখানে সকাল আসে!
কী করে সেখানে বসে আলোকের উৎসব!
ও মানুষ! ও উদ্ভ্রান্ত ঘোড়া!
প্রশ্ন তোলো! মুষ্ঠিবদ্ধ করো হাত!