আমাকে একদিন জমাট বেধে আক্রমন করেছিল প্রত্যাখান
যে প্রত্যাখান এনে দেয় নির্জনতা
বুকে এনে দেয় সন্ন্যাস ঘ্রাণ
মুছে ফেলে চরিতার্থ নেশা
তৈরী করে প্রেমিক থেকে পাথর।
যেসব কবি- কিছু একটার জন্য বেচে থাকতে হবে জেনে
পূণরায় নিয়েছিল নিশ্বাস- তারা আজ লিখছে
অবেলায় আইকা গামের ঘ্রাণের নির্স্তব্দতা পরখ করেও
যে রোপন করেছিল নতুন শব্দ
তারও মাতৃভাষা ছিল প্রত্যাখান।
আমি কাপা সুরে লাগাম দিয়ে গ্রহণ করেছি প্রত্যাখান
কারণ কিছু ক্ষেত্রে প্রত্যাখানই প্রেমের চিহ্ন,
জেনে গিয়ে একটা কথা——যে
নির্জনতাও প্রেমের ভাষা। জেনেছি সব কবি
মিলন নিয়ে লেখা না, কিছু প্রত্যাখান নিয়েও লেখে।