কোন এক বর্ষা র এক পশলা
বৃষ্টিতে অনেকটা পথ
তোমার হাত ধরে হেঁটেছিলাম।
আকাশের মেঘের ভেলায়
খেয়ালী তরণী ভেসে চলছিল
অচেনা অম্বরের নিরুদ্দেশে।
মেঘের গুনগুন শব্দে তরণী ছিল সুর ময়,
বাতাসের শুনশান নিনাদে
তোমার সুরেলা সঙ্গীত,
বর্ষা র রিমঝিম বৃষ্টি কে অঝরে ডাকছিল,
প্রেমে অনুরাগে।
তোমার লাল রঙের
ভেজা শাড়ির আঁচল
বয়ে যাওয়া হিমেল বাতাসে,
আকাশের দিগন্ত রেখায় মেলে ধরে
বর্ষা র বৃষ্টি কুড়িয়ে ছিলে আনমনে।
তোমার স্নেহ মায়া ভরা আঁচলে,
তোমার অন্তরের ভালবাসা,
আমার সম্মুখে উন্মুক্ত করেছিলে,
আমার ভাঙা হৃদয়ের জানালায়।
হাজারো বৃষ্টির ফোঁটা র স্নেহ ময় স্পর্শে,
উন্মুক্ত ঝড়ো হাওয়ায় বৃষ্টির থৈথৈ জলে
আমরা ভৈরবী র নাচ নেচেছিলাম।
তোমার প্রেমময় অনুরাগে
আমি হারিয়ে গিয়াছিলাম
বর্ষা বাদল দিনে প্রেমের ময় দানে।
রূপ ময় ছন্দে তুমি বর্ষা র মেঘ হয়ে থেকো
তোমার মেঘ বৃষ্টিতে তোমার লুকানো,
মমতায় নিজেকে পরিবেষ্টিত করব।
ভালবাসার প্রকারণে বর্ষার রূপালী ছবি
বুকের অভ্যন্তরে আঁকবো।
বর্ষা বাদল দিনে তোমারেই ছাতার নিচে,
অনেকটা পথ তোমার সঙ্গী হবো।