দেশদ্রোহীতা
ইন্তিখাব আলম
প্রশ্নের দরবারে দাঁড়িয়ে থাকা শাসক প্রশ্ন চায়না,
জনগণের চোখে মুখে হাজারো জিজ্ঞাসা স্পষ্ট।
প্রতিবাদের ভাষার অন্বেষণে ক্লান্ত দুটি চোখ,
হারিয়ে ফেলছে বৈপরীত্যের বাকপ্রণালি।
দেশদ্রোহিতার আশঙ্কা উন্মুক্ত হচ্ছে সমাজে,
প্রতিবাদী নাগরিক ভয়ে নীরব পাঠক মাত্র।
আই টি সেলের ভীড়ে ঠাসা মানব বর্গ,
অস্তিত্ব হারাচ্ছে ভুল খবরে।
দেশদ্রোহিতার সংজ্ঞার পরিবর্তন ঘটছে,
পোষ্যবর্গ গোদী মিডিয়া হাত ধরে।
দেশদ্রোহিতার সন্ধান চলছে হাসপাতালের বেডে,
জিজ্ঞাসা চোখে ও হিন্দু না মুসলিম।
শাসকের দিকে প্রশ্ন নিক্ষেপ করার ফল,
সে দেশদ্রোহী, হা নিশ্চয় সে দেশদ্রোহী।
ক্ষুধাতুর পরিযায়ী শ্রমিক,সাধারণ মানুষ, অস্তিত্বের জন্য,
রাস্তায় অপরে উপচে পড়ছে বাড়ি ফেরার টানে।
ধর্মের বর্ম পরিয়ে দিয়ে, ওরাই দেশদ্রোহী,
হা দেশদ্রোহিতার সংজ্ঞা পাল্টাচ্ছে।