ওগো বন্ধু তোমরা শুনো, এবার খুশির ঈদটা অন্যরকম হোক।
এবার সবাই মিলে ঈদের ময়দানে পা বাড়াবো না,
বাড়িতে বসেই ঈদের নামাজ আদায় করব।
চলো সবাই মিলে প্রতিজ্ঞা বদ্ধ হয়।
প্রতিবেশী, আত্মীয়, স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে সকলকে কে দূর থেকে জানাব সালাম।
জয় করতে হবে এই মহামারী কে ওগো বন্ধু শুনো,
কভিড ১৯ মহামারীর যুদ্ধে, ওই প্রথম সারির যুদ্ধাদের পাশে থাকার জন্য অঙ্গিকার বদ্ধ হয়।
এবার ঈদটা অন্য রকম হোক, দূর থেকে সবাইকে জানাও ঈদের শুভেচ্ছা, বলো ঈদ মোবারক।
ভুলে যেও না বন্ধু, তোমার সহযোগিতা ছাড়া,
সাফল্য আসা সম্ভব নয়।
ওই প্রথম সারির যোদ্ধরা , তোমার জন্য,
সারা দিনরাত কাজের মধ্যেই আবদ্ধ।
এই মহামারী জয়ের জন্য করোনা টিকা আবিস্কারে
মত্য মহান গবেষকগণ।
তোমার সেবায় নিয়োজিত হয়েছে ধরণীর সকল ডাক্তার, নার্স ও সহযোগী বন্ধু।
তোমার সুখের জন্য, পুলিশ ও কর্মচারীরা, তোমাদের সাহয্যের হাত বাড়িয়ে দিচ্ছে প্রতিদিন ।
ওগো বন্ধু এবার ঈদটা অন্যরকম হোক।
প্রথম সারির যুদ্ধাদের হাতে হাত রেখে আমরা,
এই মহামারী কে জয় লাভ করব একদিন।
তারপর ঈদের নামাজে আমরা আবার সারিবদ্ধ হব,
খুশির ঈদে সকল কে বুকে বুক মিলিয়ে জানব
ঈদ মোবারক।
বন্ধু আর বেশিদিন নয়, আমরা জয়ের কাছাকাছি,
ওই প্রথম সারির যোদ্ধাদের সম্মান জানাতে,
এবার ঈদ টা অন্যরকম হোক।