"এ মেয়ে, ও মেয়ে"
রাত দুপুরে খোলা আকাশের নীচে ,
তুই কার আগমনে চেয়ে আছিস?
আমি!
আমি এই কলঙ্কিত সমাজের দিকে চেয়ে আছি, যারা আমাকে কলঙ্কিত করেছে।
তারা আসবে, আমাকে নিয়ে যাবে
তাদের সেই বিলাসবহুল রাজপ্রসাদে।
" এ মেয়ে, ও মেয়ে"
সেখানে তোকে নিয়ে গিয়ে কি করবে?
সেই রাজপ্রসাদে, তারা উলঙ্গ দেহে,
উলঙ্গ করে ঝাঁপিয়ে পড়বে, আর
এই সুন্দর নিথর দেহটা শকুনের ন্যায় ভোগ করবে আর কী।
" এ মেয়ে, ও মেয়ে"
তারা কারা?
তারা, দিনের আলোয় এই অন্ধ সমাজের চোখে ভগবান আর রাত্রিতে শয়তান।
তারা কেউ বা ডাক্তার , কেউ বা উকিল, কেউ বা মন্ত্রী , কেউ বা ব্যারিস্টার।
" এ মেয়ে, ও মেয়ে"
তোর স্বামী নেই?
কেন থাকবে না?
সব বাবার মতো আমার বাবা বিয়ে দিয়েছিল , বিয়ে করেছি, সংসার করছি।
" এ মেয়ে, ও মেয়ে "
তোর স্বামি জানে? আর এ সব করিস কেন?
সেইবার আমার বর বাবুদের কাজে গিয়ে
পা দুটি হারিয়ে ফেলেছে।
সেই থেকে মানুষটার জীবনে অনেক ব্যথায় ভরা,
আমি তো তাঁর মনের কষ্ট দূর করার জন্য
মদের বোতল তুলে দিয়েছি ।
এই মদের টাকা পাবো কোথায়?
"এ মেয়ে,ও মেয়ে "
তোর ছেলে-মেয়ে নেই?
হ্যাঁ আছে তো, একটি ছেলে, একটি মেয়ে।
তারা যে বড়ো স্কুলে পড়ে গো।
তাদের স্কুলের ফি এর জন্য আমার এই জীবন্ত দেহটা শকুনের হাতে তুলে দিয়েছি।
আর নয় গো, ওরা চলে এসেছে
এবার আমাকে যেতে হবে।
এ মেয়ে, ও মেয়ে আর একটু শুন-না.........!.