ওদের অপরাধ ওরা দলিত,
ওদের অপরাধ মানুষের মুখে খাবার তুলে দিবার জন্য, দিন রাত পরিশ্রম করে জমিতে ফসল উৎপাদন করে।
ওরা রাজু, সাবিত্রী তাই ওদের পাশে প্রশাসন নেই।
ওদের কে পিঠিয়ে মারা যেতে পারে,
লাঠির আঘাতে ক্ষত বিক্ষত করা যেতে পারে,
জনসম্মুখে।

ওরা ফসল চাষ করেছিল, নিজের ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দিবার আসায়।
চোখের সামনে সেই ফসল ধূলিসাৎ হতে দেখলো।
জনসাধারণের রক্ষাকবচ নামক পুলিশ ও প্রসারণ দ্বারা উৎপাদিত ফসলের সবকিছুই শেষ।
হাজারো স্বপ্ন মূহুর্তের মধ্যে শেষ।

ওরা কাকুতি মিনতি করল,কান্না কাটি করল,
ওদের অনুরোধ, কান্না পুলিশ প্রসাশন গাহ্য করেনি।
তার পরিবর্তে মিলল লাঠিচার্জ, কিল, ঘুষি, লাথি।
ধিক পুলিশ ধিক ওই প্রসাশন।

ওদের স্বপ্নের মারা গেলেও ওরা হার মানতে পারেনি,
ওরা পেস্টিসাইড খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল।
যেন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করল।
অসহায় সন্তানরা মা,বাবা কে বুকে জড়িয়ে ধরে কান্নায় ফেটে পড়ে, প্রসাশনের দিকে একটাই প্রশ্ন,
ওদের অপরাধ কি ছিল?
ওরা বাঁচতে চেয়েছিল, একটু সময় চেয়েছিল।

ওদের অপরাধ ওরা রাজু ও সাবিত্রী, ওরা দলিত ,
ওদের অপরাধ ওরা জমিতে চাষ করেছিল।

অজস্র রাজু, সাবিত্রী জীবনের সাথে যুদ্ধ করে চলেছে, প্রসাশন, উচ্চশ্রেণি মানুষের বিরুদ্ধে।
সব বাধা পেরিয়ে ওরা একদিন জয়ী হবে,
ওদের জয় নিশ্চিত।