ফুটপাতের মেয়ে ওরা
-
বিবর্ণ ছেহেরা , নগ্ন পা,
অযত্নে বেড়ে ওঠা ঝুপড়ির মতো চুল, দুর্গন্ধে ভরা ময়লা শরীর,
ফেলা দেওয়া খাবারের খোঁজে,
শহরের বুকে বেড়ে ওঠে, ফুটপাতের মেয়ে ওরা।
চালচুলোহীন , শূন্য আকাশের নীচে,
স্থায়ী বাসা তাদের কাছে এই ফুটপাত।
ভরা বর্ষণ, ভরা শীত অথবা গ্রীষ্মে,
ভালবাসার মন্দির তাদের এই ফুটপাত।
দিনের আলোয় চেনা মুখগুলি,
রাতের আলোয় অচেনা।
যে দাদাটা সকালে বিলাস-বহুল গাড়ি থেকে নেমে, হাতে খাবার দিয়েছে,
সেই দাদাটা রাতের অন্ধকারে, ঘুমান্ত বিছানা থেকে তুলে নিয়ে করেছে গ্যাং রেফ।
ফুর্তি শেষে ধরিয়ে দিয়েছে টাকা,
তারপর নেতিয়ে যাওয়া মেয়েটা ছুঁড়ে ফেলেছে রাস্তায়।
গাড়ি গুলি আবার চলন্ত রাস্তায় মেশেছে,
যেন কিছুই হয়নি।