প্রথম পাঠঃ- অপশন ছিল না
ট্রেন চলতেই থাকে, ট্রেনের জানালা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য আর জুহির সৌন্দর্য অপরূপ মিল অন্তরের মাঝে উঁকি মারছে।
অনেক কথা বলার আছে, মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এলোমেলো ভাবে।
তারপর সাহস করে বলে ফেললাম তুমি কি আমার অপর এখনো রেগে আছো?
জুহি বলল, একসময় রাগ হয়েছিল, তা সময়ের
সাপেক্ষ ম্লান হয়ে গেছে।
রেস্টুরেন্টে তুমি আমার সম্পূর্ণ কথা না শুনেই বেরিয়ে চলে এসেছিলে,
তোমাকে পিছন থেকে ডেকেছিলাম, তুমি তা কর্ণপাত না করেই আমাকে বিদায় দিয়েছিলে।
অনেক কথা বলার ছিল বলা হয়ে ওঠেনি, তুমি আমায় বলতেই দাওনি।
সেদিন আমি বলতে এসেছিলাম তোমাকে ছাড়া,
আমার অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়।
এই দিকে জুহির ছেলে, আমার মেয়ে দুজনেই কোলে ঘুমিয়ে পড়েছে।
জুহি বলে চললো , আমি ডিসাইড করে নিয়েছিলাম বিয়ের আগের দিন, তোমার সঙ্গে কোন কোটে গিয়ে বিয়ে করে নিবো।
সেদিন তুমি চলে যাবার পর আমি তোমার ফোনে কলের পর কল করেছি, তুমি মোবাইল টা অফ করে দিয়েছিলে।
আর রেস্টুরেন্টে বসে অঝোরে কান্নায় ভেঙে পড়েছিলাম।
সেদিন প্রচণ্ড রাগ হয়েছিল, রাগ করে বাড়ি ফিরে এসেছিলাম,
বাড়িতে তখন বিয়ের তোর জোর চলছে , এই মতো অবস্থায় আমি জানায় বিয়ে করব না।
আমি বিয়ে করে নি।
তাহলে এই বাচ্চা??
আমার দত্তক নেওয়া সন্তান।
তারপরের দিন আমি মেসে গিয়েছিলাম, মেসে গিয়ে জানতে পারলাম, তুমি মেস ছেড়ে সেদিনই বাড়ি চলে গিয়েছ।
তোমার বাড়িতে গিয়েও দেখি বাড়িতে তালা দিয়া আছে।
আশেপাশে সবাইকে জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছে?
কেউ বলতে পারেনি।
তারপর অনেক বার তোমার খোঁজে এসেছি, খোঁজ পাইনি।
বছর চারেক পর জানতে পারলাম, তুমি চাকরি পেয়ে বিয়ে করে নিয়েছ।
তারপর থেকে সব কিছু ভুলে যাবার চেষ্টা করেছি।
জুহির চোখে জল স্পষ্ট বোঝা যাচ্ছে, আমার কেঁদে ফেলার উপক্রম হয়েছে , ভাবলাম কি ভুলটাই না আমি করেছি।
ক্ষমার জগ্য নয় আমি।
জুহি এবার প্রায় কাঁদতে কাঁদতে বলল অনেক দিনের জমানো কথা, বলে নিজেকে হালকা করে নিলাম
কিছু মনে করো না।
চোখের জল মুছে নিয়ে, সৌম্য তোমাকে আজও ভালোবাসি।
আমি জানি আমি জুহির কাছে অপরাধী, তবুও আমার বলতে ইচ্ছে হলো আমিও তোমাকে আজও ভালোবাসি। প্রতিটি মুহূর্তে তোমাকে ভালোবেসে গিয়েছি।
সৌম্য এবার পরের স্টেশন নামতে হবে, জলদাপাড়া অভয়ারণ্যের, আমি ফরেস্ট অফিসার।
আমি বললাম হা, আমরাও নামবো পরের স্টেশনে।
যথাসময়ে স্টেশনে আমরা নেমে পড়লাম।
ট্রেন টি হুইসেল বাজিয়ে স্টেশন ছেড়ে গেলো।
তারপর ____||
তৃতীয় পাঠঃ- upcoming