এই আলোচনা সভায় এই প্রথমবার এলাম। কিছু বলার আছে। কবিতার আসরে আবৃত্তি বিভাগটি খুব ভাল লাগে। মাঝে মাঝে সময় পেলে শুনে থাকি। কবিতার লেখার পাশাপাশি আবৃত্তি করার প্রতিভা অনেকের আছে। সেই প্রতিভা গুলি ফুটিয়ে তোলার একান্ত প্রয়োজন আমার মনে হয়। পরস্পরিক সাহায্যের মাধ্যমে তা সম্ভব হতে পারে। কবিতার আবৃত্তির মাধ্যমে কবিতাটি কতটা সার্থক তা ভালভাবে বোঝা যায়।
যে সকল বন্ধুদের নিজস্ব youtube channel
আছে কি নামে search করলে পাওয়া যাবে তা জানালে ভাল হয়। channel টি Subscribe করা থাকলে update পেতে সুবিধা হবে। আমার চ্যানেল Bangla kobita by intikhab alam (search করলে পেয়ে জাবেন) Subscribe করতে পারেন বন্ধুরা।
আবৃত্তি অনেকেই করতে পারে, কিন্তু প্রতিভা গুলি প্রকাশ করার স্থান পায় না। আমি সেই সব প্রতিভাদের জন্য আমার চ্যানেল উন্মুক্ত। যদি কেউ আমার কবিতা আবৃত্তি করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইচ্ছুক বন্ধুর ছবিসহ আমার ইউটিউব চ্যানেল কবিতা আবৃত্তি প্রকাশ করা হবে। এবং যে সব Youtuber আমার কবিতা আবৃত্তি করে আমার নাম দিয়ে প্রকাশ করতে চান, আমার দিক থেকে অসুবিধা নেই। সকল Youtuber বলতে চাই , যারা কবিতা আবৃত্তি করতে চায় তাদের কে সু্যোগ দিন। আপনাদের মতামত আশা করছি।
বানানগত আর ভাষাগত ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন।
ধন্যবাদ।