মেয়ে তুমি হয়তো বারো বছরের জন্য
ধর্ষকের হাত থেকে বাঁচতে পারবে?
বারো বছর পার হলেই তোমার কি হবে?
আবারো একটা ধর্ষণ, খবরের শিরোনামে তুমি জ্বলজ্বল করবে ঠিক বারো বছর পরে।
তোমাকে পৌঁছে দিয়া হবে নির্ভয়া, আসিফার কাছে, যারা স্বর্গে গিয়েও ধর্ষণের দৃশ্যগুলি মনে করে কাঁদে।
মেয়ে তোমাকে নিয়ে বারো বছর পরে ;
আবার একটা দেশ জুড়ে মোমবাতির মিছিলে
হাজারো প্রতিবাদীকে দেখতে পাবে রাস্তায় রাস্তায়।