রাজা তোর কাপড় কোথায়
- ইন্তিখাব আলম
কাশ্মীর থেকে কন্যাকুমারী, অরুণাচল প্রদেশ থেকে গুজরাট সর্বত্র খোঁজা হোক, হারিয়ে যাওয়া 'উলঙ্গ রাজা" কবিতার সাহসী ছেলেটা কে,
একবার এসে ভৃত সমাজের বুকে চেঁচিয়ে বলুক
রাজা তোর কাপড় কোথায়?


এই বর্তমান গদি মিডিয়া তথা অন্ধভক্তদের দেখে
বোধহয় ভয় পেয়ে লুকিয়ে পড়েছে।
যেখানে সে দেখেছে, যে খেলোয়াড় দেশের জন্য সারাটা জীবন লড়াই করেছে, গদি মিডিয়া তাকে দেশদ্রোহী তকমা দিতে পিছপা হয় নি।


যে জোয়ান দেশ রক্ষা করতে গিয়ে নিজের জীবনটা দেশের নামে উৎসর্গ করলেন,
সেই শহীদ জোয়ানের স্ত্রী, রাজা কে স্বতঃস্ফূর্ত প্রশ্ন করায়, অন্ধভক্তরা তাঁর স্ত্রীকে দেশদ্রোহী, অকথ্য ভাষায় গালি দিয়ে শহীদের প্রতিদান শোধ করলেন।


দেখেছে সমাজের কিছু প্রতিবাদী মানুষ, রাজার বিরুদ্ধে প্রশ্ন করার সৎ সাহস দেখিয়ে ছে,
আর কিছু মানুষ রাজার ভ্রষ্টাচার তুলে ধরছে, ভৃত অন্ধ করে দেওয়া সমাজের বুকে।
অন্ধভক্তরা তাদের প্রতিনিয়ত দেশদ্রোহী অপবাদ দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।


এবার শান্ত করতে সমাজ কে, এবার সাহসী ছেলেটা কে খোঁজা হক, সৎ ব্যক্যে আরেক বার,
চেঁচিয়ে বলুক রাজা তোর কাপড় কোথায়?