পিউ তুমি
সুন্দর স্বর্ণালী বিকেলের একমুঠো রোদ তুমি,
দূর থেকে দেখা কুয়াশার ঝাপসা বৃষ্টি তুমি,
অবেলায় আসা ঝড়ো হাওয়া তুমি,
মেঘের গুনগুন ডাকে ভালবাসার গান তুমি,
তুমি পিউ , আমার ভালবাসায় তুমি।
শেষ বিকাল-বেলায় চাঁদপানা মুখে মোনালিসা তুমি,
লাল ওড়নায় ঘেরা মুখে রোদেলা দুপুর তুমি, হৃদয়ের সমুদ্রের সাগরের ঢেউ তুমি,
বাতাসের কুহুকুহু ধ্বনিতে প্রেমের অনুরাগ তুমি,
তুমি পিউ, আমার প্রণয়ে তুমি।
আমার কন্ঠে গানের সুর তুমি,
আমার কবিতায় ভাষায় তুমি,
আমার হৃদয়ের মাধুর্যে করুণা তুমি,
তুমি পিউ, আমার প্রেমের গভীরতা তুমি।
date-15/12/16, time-3.21pm