প্রস্তাব দিবসে সারাদিন মুখচেয়ে বসে থাকলাম, কেউ হয়তো প্রেম নিবেদন করবে।
তার প্রেমে সাড়া দিয়ে দুজনে মৌমাছি হয়ে বসন্তের ফুলে ফুলে উড়ে বেড়াবো অন্য কুঞ্জ থেকে অন্য কুঞ্জে।
ভেবেছিলাম পাখি হয়ে উড়ে যাব ওই সাদা কালো মেঘের দেশে, বিলীন করে দিবো অন্তরের ভালবাসা প্রণয়ের ক্যানভাসে।
এলো না প্রস্তাব, এলো না প্রেম,
থেকে গেল আমার ভালবাসা মোর মর্মদেশে।
মাঝরাতে ঘুমিয়ে পড়বো দুচোখে স্বপ্ন নিয়ে,
আসছে বছর প্রেমের প্রস্তাব দিবসে উপনীত হবে অমরপ্রেম তোমার প্রথম প্রেমের প্রস্তাবে।
সময় -রাত্রি ১০টা ১৪ মিনিট, তারিখ -৮/০২/২০১৭