আমি সেই মেয়ে
রাতের বেলায় দেখেছি অভাগীকে
ঠোঁটে লিপস্টিক দিয়ে,ঝলমলে রাঙা শাড়িতে
রাস্তার অভিমুখে কারও প্রতিক্ষায়।
ফেরেনি কত রাত অভাগী আমার পাশে,
একাই কাটিয়েছি রাতের বেলা তারা দের মিটি-মিটি আলোর দিকে চেয়ে।
আমি সেই অভাগীর মেয়ে।
ফিরেছে শেষে রাতের অন্তে, দিনের প্রথম প্রভাতে।
ইতস্তত হয়ে ছুটে এসে জড়িয়ে ধরে আমার দিকে চেয়ে 'মা' তুই ভয় পাসনি এই রাতের অন্ধকারে।
তোর 'মা' যে অসহায় দেখতিস যদি চেয়ে।
বুক ফেটে এসেছে অন্তরের কান্না,
চুপ করে চেয়ে দেখেছি অভাগীর বুকের বেদনা,
আমি সেই মেয়ে।
দিনের বেলায় দেখেছি অভাগীকে,
রাস্তার মুখ পানে চেয়ে দেখতো স্কুল যাবার দৃশ্য।
দেখিতো সে একদৃষ্টে পথের দুই পাশে,
ছোট ছোট শিশুদের লাল স্কুল ড্রেসে,
কখনো বা নীল, কালো, সাদা ইউনিফর্মে
তারা চলেছে বাবার হাত ধরে স্কুল পানে।
বিস্ময়ে সাথে অভাগীর মানসে,
'মা' কোথায় যায় ওরা , এমন সাজে।
শুনিয়েছে অভাগী স্কুলের নানান গল্প,
সেখানে নাকি হয় পড়া, হয় লেখা,আর কত কী?
শুনে জানিয়েছি অভাগীকে,
তবে কি আমি স্কুল যাব না,পড়বো না কোনদিন।
শুনে অভাগী কেঁদেছে আমার তরে,
সান্তনা দিয়েছে আমায় এই ভাবে,
রাস্তার মেয়েদের পড়ার নেই যে নিয়ম।
হতাশায় চোখের দু ফোঁটা জলে,
আমি সেই মেয়ে।
সময়- রাত্রি ১১.৩০, তং - ১৫/০১/২০১৭