আজ যদি তুমি থাকতে আমার পাশে,
আজ হয়তো আকাশের চাঁদ ছুঁয়ে ফেলতাম।
আজ যদি তুমি আমায় ভালবাসতে,
আজ হয়তো পৃথিবীর যত সুখ আছে,
তা তোমায় দিতাম উপহার।
আজ যদি তুমি আমার নাম ধরে ডাকতে,
তবে পৃথিবীর অবস্থিত সব ব্যথা দূর হয়ে যেত,
শুধু তোমায় ভালবেসে।
তুমি বুঝবে না, আসলে তুমি অবুঝ,
যায় যায় করে এখনো বেঁচে আছি,
শুধু তোমারেই জন্য।
এখনো আমি তোমার পথ চেয়ে বসে আছি,
কখন এসে একবার বলবে,
তোমায় অনেক ভালবাসি।
বুঝেছি আজ, তুমি নিষ্ঠুর , তুমি হৃদয়হীনা,
তুমি নিভে যাওয়া একটা আশার প্রদীপ।
তুমি দুঃখ ভুলিয়ে দিতে পার,
অজস্র জীবান্ত ছেলের প্রাণ।
তুমি তুলনাহীন , তোমাকে বোঝা দায়,
তুমি আসবে বলে, সহস্র ছেলে আজও অপেক্ষায়।
তুমি এসো , আরও কাছে,
ভালবাসায় ভরিয়ে দাও তোমার ভালবাসায়,
নারী তুমি।
তং- ১/০৮/২০১৩, সময়-১১.৪০ PM