গত আটটা বছর কুয়াশায় আচ্ছন্ন আলিয়া বিশ্ববিদ্যালয়,
কুয়াশার মধ্যে একাকীত্ব হয়ে ছুটে চলেছি দিশাহীন ভাবে- যাযাবর পাখির মতো।
বঞ্চিত হয়েছি আমরা উন্নত ল্যাব , লাইব্রেরি থেকে,
বুঝতে পারলাম না হোস্টেল কী?
কী সুখ আছে তাতে।
গত আট বছর জাগ্রত ঘুম ঘুমিয়াছি আমরা,
কিন্তু আর নয় ভণ্ডদের ভণ্ডামি।
আমরা পথের দিশারী, আমরা সঞ্চারী , আমরা আগ্রাসী,
আমরা থাকব না আর বঞ্চিত,
ছিনিয়ে নিবো আমাদের অধিকার।
স্বৈরাচারীর বিরুদ্ধে গাইব গান,
একসুরে চলো পাল্টাই।
বঞ্চিতবুকে এঁকেছি কত ছবি,কত স্বপ্ন,
পূণ্য লাভের জন্য এক হয়েছি আমরা,
রুখে দাঁড়িয়েছি একসাথে হাতে হাত রেখে
এবার "হোক আলোড়ন"।
আমরা ছাত্রদল, আমরা অগ্রণী
আমরাও পারি দেখিয়ে দিতে
অন্ধকার থেকে আলোয় ফিরতে।
আবারো বলছি " হোক আলোড়ন"।
জানি আমরা কাছে পাব না আমাদের আন্দোলনে ওই নোংরা মিডিয়াগুলি কে।
রূপম ইসলাম গাইবে না গান আমাদের জন্য।
স্বার্থান্বেষী বুদ্ধিজীবী মহল পাশে দাঁড়িয়ে বলবে না "হোক আলোড়ন "।
শুনবে না আমাদের ব্যাকুলতা কথা এই প্রসাশন।
আমরা আলিয়ান, আমরা দেখাবো বাংলার মানুষকে আমরাও পারি, আমরা ছাত্রদল।
"হোক কলরব , হোক আলোড়ন "।
সুরে সুরে গাইবো গান
"we shall over come,
we shall over come,
we shall over come, some day".