স্বর্গ সুখের উল্লাসে আমি ছুটেছি,
কোথায় স্বর্গ, কোথায় সুখ
তা অনন্ত গতিতে খোঁজ করেছি।
নারী বলে কেউ যৌবনের চাহিদা মিটায়াছে,
কেউ ভালবাসার নাটক করে,
রাস্তার কুকুর বলে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে।
কতবার রাতের অন্ধকারে
আমি তাদের কাছে ধর্ষণের স্বীকার হয়েছি।
বর্বরা শরীরের বস্ত্রটুকু রাখেনি, নারীর সম্মানটুকু দেয় নি।
প্রতিটা রাত আমি ঘুমাতে পারিনি,
বর্বরদের আতঙ্কে ভুগেছি।
তাদের আত্ম অহংকার কাছে
বারবার পরাজিত হয়েছি।
আমার ভয় ভেঙেছে , যেদিন নিজেকে বিলীন করে দিয়েছি সেই বেশ্যা বস্তিতে।
সেখানে পেয়েছি অর্থ, জীবনের মূল্য,
পেয়েছি স্বর্গ সুখ।
স্বর্গ সুখের উল্লাসে ভেসেছি,
পেয়েছি সম্মান আমি এক বেশ্যা।
সমাজের দিকে চেয়ে নিজেকে বেশ্যা বলতে গর্বিত বোধ হয়।
"গর্বিত আমি এক বেশ্যা "।