পিউ তুমি
আগমনি বর্ষার মেঘ তুমি,
ওই সাদা কালো মেঘের ঘ্রাণ তুমি,
মেঘ-বৃষ্টি রোদের লুকোচুরি খেলায় আগন্তুক তুমি,
তুমি পিউ, আমার উন্মুক্ত অন্তরের মেঘ তুমি।
সবুজ মাঠের নবীন ঘাস ফুল তুমি,
ফুলের মিষ্টি গন্ধে উড়ে আসা ভ্রমরা তুমি,
ভ্রমরের গুনগুন শব্দে বাকপ্রণালি তুমি,
তুমি পিউ, আমার হৃদয়ের ভ্রমর তুমি।
নিরালা রাস্তার চলার পথে সাথী তুমি,
জীবনে বেঁচে থাকার আশা তুমি,
জীবনের প্রতিটা চুম্বনে তুমি,
তুমি পিউ, আমার জীবনের শেষ রক্ত বিন্দুতে তুমি।
date-15/12/16, time-3.21pm