যেখানে তোমার গল্পের নায়িকা
তোমাকে ছেড়ে বহুদূরে পাড়ি দিয়েছে,
সেখানে তুমি ভাবছ  সে আর ফিরবে না,
ফিরার কোন ইচ্ছে নেই তার তোমার কাছে।
ফেলে আসা দিনগুলি বারবার তোমায় কাঁদায়
কান্নায় ভেঙে পড়ে নিজেকে শেষ করে দিয়ার ইচ্ছা,
তোমাকে বারবার  ভাবায়
তোমার প্রেম শেষ, গল্প শেষ,
জীবনটা তোমার মূল্যহীন,  অর্থহীন।
বেঁচে থাকার কোন প্রেরণা তোমার থাকেনা,
মৃত্যুকে আপন করে নিয়ার ইচ্ছা প্রবল।
সে মুহূর্তে তুমি দূরদৃষ্টিতে চেয়ে দেখো,
পার্শ্ববর্তী কোন ভাষা, কোন গান, তোমাকে
নিয়ে মেঘের ভেলায় ভেসে যেতে চাই।
তার চোখের দিকে একবার ছেঁয়ে দেখো
তোমার ভালবাসা  পাওয়া জন্য আপ্লুত।
সে তোমার গল্পের নতুন নায়িকা হতে চাই,
তোমার ভালবাসায় তুমি তাকে আপন করে নাও,
দেখবে তোমার ফেলে আসা দিনগুলি,
তোমার বেদনাগুলি বরফের ন্যায়
গলে সব শান্ত হয়ে গেছে।
আর সেই থেকে তোমার  নতুন গল্পের শুরু,
নতুন নায়িকা তোমাকে নতুনভাবে পেয়ে,
তোমার জীবনকে করে তুলবে আনন্দময়।