হে নারী, আমি তোমাকেই বলছি,তুমি আজ এই শতাব্দী বুকে দাঁড়িয়ে কেমন আছো?
আজ শুনেছি আজ না কি নারী দিবস , তুমি কি আজ সত্যিই স্বাধীনতা অনুভাব করছো?
এই উলঙ্গ সমাজের কাছ থেকে তুমি কি বাস্তবে স্বাধীনতা পেয়েছ?
নারী তুমি আজ সত্যিই তোমার মতো করে সাজিয়েছ নিজেকে তোমার নিজ প্রকোষ্ঠে।
না আজও তুমি তোমার মতো করে নিজেকে মেলে ধরতে পারনি এই সুন্দর ধরণীর বুকে মুক্ত বাতাসে।
হে নারী আজকে নারী দিবস, তাহলে তুমি বছরের বাকি দিন গুলি কি পুরুষ দিবস হিসাবে মেনে নিয়েছ ?
নারী সত্যিই তুমি ভাবছ আজকের দিনে তোমার মদ্যপ স্বামী কলুষিত ভাষায় গালিগালাজ করবে না।
নারী আজকে তোমাকে সংসার চালানোর জন্য শরীর দেখিয়ে অর্থ উপার্জন করতে হবেনা।
নারী তুমি সত্যিই ধরণীর বুকে কোথাও আজকে ধর্ষিত হবেনা।
নারী তোমাকে আজকে সত্যিই কি তোমার গর্ভে ধারণ মেয়েকে নষ্ট করতে বাধ্য করবে না।
তোমাকে পণের দায়ে আগুনে পুঁড়িয়ে মারা হবে না।
তুমি ভুল ভাবছো, তোমাকে প্রতিনিয়ত যে ভাবে শোষণ করা হয়, যে ভাবে বঞ্চিত করা হয়, সেই ভাবে তোমাকে থাকতে হবে এই নারী দিবসেও এই উন্মাদ ধরণীর বুকে।।
হে নারী তুমি জেগে ওঠো, ভেঙে দাও ধৈর্য্যের বাঁধ, নিজেকে তুলে ধরো এক বিদ্রোহিণী নারীরূপে ।
তুমি ছিনিয়ে নাও প্রতিটা দিবস শুধু তোমার,
প্রয়োজনে করে তুলো প্রতিটা দিন নারী দিবস।
সময় সন্ধ্যে ৭টা ০৫ মিনিট, ৮/০৩/২০১৭